কাজের অজুহাতে সারা বছর চেহারার দিকে নজর দেন না অনেকে। ঈদের সময় এবার না হয় সেদিকে একটু নজর দিন। নতুন পোশাক গায়ে চড়ানোর আগে ত্বক বা নখেরও তো যত্ন চাই।
হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী ও সৌন্দর্য পরামর্শক শাদীন মাহবুব মনে করেন, ফ্যাশন সচেতন হওয়ার কারণে ছেলেদের সৌন্দর্য সচেতনতাও বাড়ছে। প্রত্যেক মানুষই সুন্দর, তবে পরিচর্যার প্রয়োজন পড়ে। ঈদের আগে ছেলেদের চুল, ত্বক, হাত ও পায়ের যত্ন নিলে চেহারায় ফিরে আসবে পরিপাটি ভাব। যত্নআত্তির বিস্তারিত জানিয়েছেন শাদীন মাহবুব।

চুলের ছাঁট
ঈদের আগে চুল কাটাতে চাইলে এখনই তা শেষ করে ফেলুন। কারণ, চুল ছাঁটার পর পুরোপুরি একটি আকৃতি পেতে কিছুদিন সময় লাগে। ছেলেদের চুলে অনেক ধরনের স্টাইল দেখা যাচ্ছে এখন। বয়স বিবেচনায় নিয়ে বেছে নিতে পারেন পছন্দমতো স্টাইল।
মাথার একদিকে ক্ষুর দিয়ে চেঁছে লম্বা বা বাঁকানো নকশা তরুণদের চুলে ভালো দেখাবে। আছে স্পাইক কাট, ক্ল্যাসিক, মোহকসহ নানা ধরন। মাথার পেছনের অংশে ভি বা গোলাকার ভাব করে নিতে পারেন।
ফেসিয়াল
বাইরে বেরোলে বেশি প্রভাব পড়ে মুখের ত্বকে। রোদে পোড়া ভাব, চোখের নিচে কালো ছাপ, ব্ল্যাকহেডস, ব্রণসহ নানা ধরনের সমস্যা থাকে ছেলেদের ত্বকে। তাই ঈদের আগে ফেসিয়াল করে নিতে পারেন। এতে চেহারায় সতেজতা আসবে। কালচে দাগ দূর হবে। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, ভেষজ, দুধসহ নানা ধরনের ফেসিয়াল প্যাক থাকে সেলুনে। আপনার ত্বকের জন্য যেটি উপযোগী সেটি বেছে নিতে পারেন। শসা কেটে গোল গোল করে চোখের ওপর লাগিয়ে রাখলে কালচে ভাব কেটে যাবে।
ম্যানিকিউর ও পেডিকিউর
হাতের যত্নে ম্যানিকিউর ও পায়ের যত্নে পেডিকিউর বেশ কাজের। অনেক সেলুনেই এখন এই সুবিধা পাবেন। হাতে এক-দুই ঘণ্টা সময় নিয়ে বসে পড়ুন। যত্ন করে আপনার হাত ও পায়ের মরা চামড়া তুলে, নখ কেটে পরিষ্কার করে দেবেন সৌন্দর্যকর্মীরা। নখের ঔজ্জ্বল্য বাড়ানোর ব্যবস্থাও আছে। চাইলে বাসায় বসেও হাত-পায়ের যত্ন নিতে পারেন।
সে ক্ষেত্রে একটা বড় গামলায় হালকা কুসুম গরম পানি নিন। তারপর তাতে কিছুটা শ্যাম্পু, ফুটকেয়ার সল্ট মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। নরম হয়ে গেলে পা তুলে ফুট ব্রাশ দিয়ে ঘষে ময়লা তুলে ফেলুন। তোয়ালে দিয়ে পা মুছে তারপর নেইল কাটার দিয়ে ভেজা নরম নখ কেটে নিন। সবশেষে হালকা লোশন দিয়ে পা দুটো মালিশ করে নিন।
একইভাবে হাতেরও যত্ন নিতে পারেন।