হারবাল শ্যাম্পু ব্যবহারের পর চুল কেন রুক্ষ হয়ে যায়

অনেক সময় নন–কন্ডিশনিং হারবাল শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যায়
ছবি: সুমন ইউসুফ

বাজারে যেসব শ্যাম্পু কিনতে পাওয়া যায়, সেগুলো তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ। অনেকেই আজকাল তাই রাসায়নিকযুক্ত পদার্থের পরিবর্তে হারবাল বা প্রাকৃতিক উপাদানে তৈরি শ্যাম্পুর দিকে ঝুঁকছেন। কিন্তু মাঝেমধ্যেই দেখা যায় এসব হারবাল শ্যাম্পু ব্যবহারের পর চুল হয়ে যাচ্ছে রুক্ষ ও নিষ্প্রাণ। এর কারণ জানালেন রূপবিশারদ ও রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা, ‘বাজারের সব হারবাল শ্যাম্পু এক নয়, কোনো কোনো হারবাল শ্যাম্পুতে থাকা অতিরিক্ত ডিটারজেন্ট চুলকে রুক্ষ করে তুলছে।’

হারবাল শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হওয়ার কারণগুলো কী কী

১. বাজারে এখন অনেক ধরনের হারবাল শ্যাম্পু পাওয়া যায়। শ্যাম্পুর প্যাকেটে হারবাল লেখা থাকলেও আদতে এমন অনেক শ্যাম্পুতে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। অনেক সময় হারবাল শ্যাম্পুতে থাকা সোডিয়াম লরিল সালফেট, প্যারাবেন বা সিনথেটিকজাতীয় সুগন্ধি চুলের প্রাকৃতিক তেল শুষে নিয়ে চুলকে রুক্ষ করে তুলছে।

‎২. অনেকের ক্ষেত্রে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারের ফলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। অনেক হারবাল শ্যাম্পুতে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান যেমন রিঠা, শিকাকাই ইত্যাদি থাকে। এসব উপাদান চুলের জন্য খুবই উপকারী, তবে কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার ভালো নয়। শ্যাম্পু হারবাল বলে যে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে হবে, এমন কোনো কথা নেই।

৩. হারবাল শ্যাম্পু দুই ধরনের হয়ে থাকে, কন্ডিশনিং ও নন–কন্ডিশনিং। অনেক সময় নন–কন্ডিশনিং শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

‎৪. এ ছাড়া অতিরিক্ত শুষ্ক আবহাওয়ায় চুল এমনিতেই রুক্ষ হয়ে পড়ে। সে সময় হারবাল শ্যাম্পু ব্যবহারের পর যদি কন্ডিশনার ব্যবহার না করা হয়, তাহলে চুলের রুক্ষতা বেড়ে যেতে পারে।

হারবাল শ্যাম্পুতে প্রাকৃতিক পরিষ্কারক উপাদান যেমন রিঠা, শিকাকাই ইত্যাদি থাকে

‎চুলের রুক্ষতা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

‎‎১. হারবাল শ্যাম্পু কেনার আগে শ্যাম্পুতে ব্যবহৃত উপাদানের তালিকা ভালোভাবে পড়ুন। সালফেট, অ্যালকোহল বা সিনথেটিকযুক্ত সুগন্ধি থাকলে কেনা থেকে বিরত থাকুন।

‎‎২. শ্যাম্পুর সঙ্গে মানানসই হারবাল কন্ডিশনার বেছে নিন। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক কন্ডিশনার।

‎‎৩. সপ্তাহে অন্তত একবার চুলে নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ করুন।

‎‎৪. প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও পানি রাখুন। যা চুলকে ঝলমলে ও মজবুত করবে।

শ্যাম্পুর সঙ্গে মানানসই হারবাল কন্ডিশনার বেছে নিন

‎বাড়িতে যেভাবে প্রাকৃতিক কন্ডিশনার তৈরি করবেন

‎বাড়িতে খুব সহজেই প্রাকৃতিক কন্ডিশনার বানিয়ে নেওয়ার উপায় জানালেন রূপবিশারদ রাহিমা সুলতানা রিতা। তিনি বলেন রিঠা, চায়ের লিকার মেশানো পানি, অ্যালোভেরা জেল ইত্যাদি খুব ভালো প্রাকৃতিক কন্ডিশনার। তাই বাজারের রাসায়নিকযুক্ত কন্ডিশনার ব্যবহার করার পরিবর্তে শ্যাম্পু করার পর এসব উপাদানের যেকোনো একটিকে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।

এ ছাড়া দুই টেবিল চামচ তিসিতে দেড় কাপ পানি মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে তিসির জেল তৈরি করতে পারেন। এই জেল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলের রুক্ষতা থেকে মুক্তি পাবেন।