বৃষ্টিতে ভিজেই ঢাকার রাস্তায় দৌড়ালেন হাজারো মানুষ  

বৃষ্টি শুরু হয়েছিল শেষ রাতে। সেই বৃষ্টি মাথায় নিয়েই ম্যারাথনে অংশ নিতে একে একে হাজির হলেন দৌড়বিদেরা। রাজধানীর হাতিরঝিলের ভোরে আলোর ফুটতেই বৃষ্টিতে ভিজে তাঁরা দৌড় শুরু করলেন। এই আয়োজনের নাম ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫ ’।  গতকাল ১১ জুলাই ট্রায়াথলন ড্রিমার্সের এই দৌড়—আয়োজনে প্রায় দুই হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন।  

ঢাকার ঐতিহ্য, জীবনধারা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ঢাকা মেট্রো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়
ছবি: ট্রায়াথলন ড্রিমার্স
দেশে নানা প্রান্ত থেকে যেমন অংশগ্রহণকারী ছিলেন, তেমনি বিদেশি নাগরিকদেরও দেখা গেল দৌড়াতে
নিবন্ধনের মাধ্যমে দৌড়ে অংশ নেন প্রায় দুই হাজার দৌড়বিদ
ঢাকা মেট্রো হাফ ম্যারাথনের চারটি শাখায় প্রতিযোগীরা দৌড়ান
এই আয়োজন শুধু দৌড় নয়, যেন সুস্থতা, সংহতি ও সচেতনতার বার্তা