ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে
ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে

রেলপথ মন্ত্রণালয় ও প্রাণ-আরএফএল গ্রুপে বেতন–ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ

রেলপথ মন্ত্রণালয়

৩ মাস মেয়াদে ১০ জনকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। সদ্য যাঁরা স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদন করতে পারেন। শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হয়েছেন যাঁরা, তাঁদের জন্যও সুযোগ আছে।

ইন্টার্নশিপের আওতায় মূলত রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে। যাঁরা বিবিএ, এমবিএ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, কম্পিউটারবিজ্ঞান, ইলেকট্রিক্যাল প্রকৌশল, পদার্থবিজ্ঞান, আইসিটি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ভূগোল, পুরকৌশল, স্থাপত্য, সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা এ–সংক্রান্ত বিষয়ে পড়েছেন, তাঁরা আবেদন করতে পারেন।

ইন্টার্নশিপ চলাকালে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের www.mor.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।

৪ থেকে ২৮ আগস্টের মধ্যে morbd@mor.gov.bd ই–মেইলে আবেদন ফরম পাঠাতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপের লিপ (লার্ন আর্ন অ্যান্ড প্রোগ্রেস) ইন্টার্ন প্রোগ্রাম শুরু হচ্ছে। ব্যবসায় শিক্ষায় স্নাতক অথবা চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

বয়স অনূর্ধ্ব–৩০ হতে হবে। ৩ মাসের এই ইন্টার্নশিপে বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা ছাড়াও ১৫ হাজার টাকা বেতন মিলবে।

আবেদন করতে হবে ৩১ আগস্টের মধ্যে। আবেদন ফরম: https://shorturl.at/nNhVl