
ইংরেজিতে একটা কথা আছে, ‘মর্নিং শোজ দ্য ডে’। গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনের প্রথম ফ্যাশন শো শেষে সবাই এ কথাটিই বলছিলেন। কারণ, ঝলমলে পরিবেশনার মধ্য দিয়েই শুরু হয়েছিল দিনটি। তার রেশ থেকে গেছে দিনভর।
প্রথম শোর শো-স্টপার ছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ডিজাইনার শৈলেশ সিংঘানিয়ার তৈরি তাঁতে বোনা কাতানের গাউন আর কেপ পরে তিনি হাঁটেন র্যাম্পে।
তৃতীয় দিনের প্রথম আয়োজন ছিল ঝলমলে কাতানের। পাশাপাশি ছিল খাদি আর সুতি কাপড়ে কাঁথা ফোঁড়ের পোশাক। খাদির পোশাকগুলো বাঙালি ডিজাইনার সায়ন্তন সরকারের নকশা করা। আর সুতিতে কাঁথা ফোঁড়ের কাজগুলো ছিল ইন্ডিজিন ব্র্যান্ডের।
তৃতীয় দিনের আরও গভীরে যাওয়ার আগে ল্যাকমে ফ্যাশন উৎসবের দ্বিতীয় রাতের গল্প বলা যাক। গত বৃহস্পতিবার রাতে ল্যাকমে ফ্যাশন উৎসব ছিল তারকায় ভরপুর। এদিন রাতে আনাভিলা মিশ্রের কাজ দেখতে ছুটে আসেন বলিউডের অনেক তারকাই। এসেছিলেন দিয়া মির্জা, মিনি মাথুর, সোনা মহাপাত্র, সোনালি কুলকার্নি। আনাভিলা কাউকে হতাশ করেননি। বরাবরের মতো এবারও চমক ছিল তাঁর নকশায়। শাড়ি-ব্লাউজের সঙ্গে স্রাগ যোগ করে তিনি পোশাকে এনেছেন বৈচিত্র্য। আনাভিলা এবার কাজ করেছেন কাতান নিয়ে।
ফিরে আসি তৃতীয় দিনে। শিল্প আর ঐতিহ্য মিলেমিশে
একাকার হয়ে গিয়েছিল গতকালের দিনটি। ডিজাইনার গৌরাঙ্গ শাহ এনেছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কলমকারি নকশা। কাঞ্জিভরম কাতান আর সিল্কের ওপর নকশা করেছেন স্থানীয় কারিগরেরা। প্রথম আলোকে গৌরাঙ্গ বলেন, ‘১১ মাস সময় লেগেছে সব পোশাক তৈরিতে। এই সংগ্রহের নাম দিয়েছি “চিত্রাবলি”।’ প্রতিটি পোশাকের নকশায় উঠে এসেছে একেকটি গল্প। পৌরাণিক নানা চরিত্রের ঝলক দেখা গেছে গৌরাঙ্গের নকশা করা শাড়ি, লেহেঙ্গা, আনারকলি কামিজ আর স্রাগগুলোতে।
গৌরাঙ্গের ‘চিত্রাবলি’ সংগ্রহের পোশাক পরে মঞ্চে হেঁটেছেন তরুণ মডেলরা। সঙ্গে ছিল শাস্ত্রীয় মূর্ছনা। শাস্ত্রীয় সংগীতশিল্পী শোভা মুদগাল র্যাম্পের পাশে বসে মডেলদের সুরে সুরে সাহস জুগিয়েছেন।
বিকেলের ফ্যাশন শোতে পোশাক ব্র্যান্ড ‘একা’ তাদের শীতের পোশাকগুলো মঞ্চে আনে একজন চিত্রশিল্পীর সংগতে। চিত্রশিল্পীর স্টুডিওর মতোই রং, একগাদা তুলি, তুলি মোছার রঙিন কাপড় ছড়িয়েছিল র্যাম্পে। এক পাশে শিল্পী বসে আপন মনে আঁকছেন আর পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিলেন শীত-পোশাক পরা মডেলরা।
মুম্বাইয়ের গোধূলি বেলা থেকেই আরও রঙিন হতে থাকে ল্যাকমের এই আয়োজন। বিকেল পাঁচটায় ডিজাইনার নেহা আগারওয়াল ও নিকিতা মাইসালকারের জন্য র্যাম্পে হাঁটেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন ও চিত্রাঙ্গদা সিং। দুজনের সাজপোশাকেই ছিল বৈচিত্র্যের ছড়াছড়ি। কালকি পরেছিলেন চকমকে পোশাক আর চিত্রাঙ্গদা হাজির হন আঞ্চলিক সাজে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখা গেল উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপরেজের প্রদর্শনী। এর শো-স্টপার ছিলেন এমটিভির ভিজে রিহা।
পাঁচ দিনের এই জমকালো ফ্যাশন আয়োজন শেষ হবে কাল রোববার।