ফ্যাশন

কোমরে বন্ধনী!

ঢিলেঢালা টপের সঙ্গে বেল্ট মানায় বেশ। মডেল: শাহতাজ, ছবি: নকশা
ঢিলেঢালা টপের সঙ্গে বেল্ট মানায় বেশ। মডেল: শাহতাজ, ছবি: নকশা

বাংলায় কোমরবন্ধনী বলা যায়, তবে বেল্ট বললেই তো চিনবেন সবাই। ঢিলেঢালা পোশাকের ফিটিংটা ঠিক করতেই যার ব্যবহার হতো মূলত, সেটি ফ্যাশন অনুষঙ্গে পরিণত হয়েছে বেশ আগেই। বেল্ট যদি পরা হয় মানানসইভাবে, তবে তা সাধারণ একটি পোশাকের চেহারাই বদলে দিতে পারে। জিনস, টপ, শার্ট এমনকি কামিজের সঙ্গেও এটি পরা হচ্ছে। অনলাইন পেজ ওপাল ফ্যাশন ওয়্যারের পরিচালক রুবাইযা দীপা বলেন, সমসাময়িক সময়ে গাউনের চল আসার পরপরই তরুণীদের মধ্যে বেল্ট পরার চাহিদাটা বেড়ে যায়।

নকশার বাহার
চামড়ার তৈরি বেল্টগুলো তো আছেই। নতুন এসেছে পুঁতি, দড়ি কিংবা কাপড়ের তৈরি বেল্ট। দেখতে একটু ভিন্ন এবং চাহিদা বেশি থাকায় অহরহ দেখা যায় না এগুলো। ফুলেল নকশা, সাপের মতো আঁকাবাঁকা বেল্ট তো আছেই। চোখ জুড়িয়ে যায় পাথর বসানো চেইন, চামড়া, প্লাস্টিকের তৈরি বেল্টগুলো দেখলে। বেল্টের বিশেষত্ব অনেকাংশে ফুটে ওঠে এর বাকলের ওপর।

বেল্টের আকার
মোটা বা চিকন বেল্ট দুটোই এখন চলছে। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে সঠিক আকারের বেল্ট। রুবাইযা দীপা বলেন, চিকন বেল্ট বেশি ভালো দেখায় টপ ও শার্টের সঙ্গে। গাউন কিংবা অন্য যেকোনো পোশাকের সঙ্গে মানানসই মোটা বেল্ট।
অনেক নকশা করা পোশাকের বিপরীতে একরঙা বেল্ট পরুন। দেখতে ভালো লাগবে। তেমনি একরঙা পোশাকের বিপরীতে রংচঙা বা নকশা করা বেল্টই বেশি মানানসই। একই বেল্ট আপনি বারবার পরতে পারেন। তবে সবকিছু নির্ভর করবে কীভাবে আপনি সেটাকে উপস্থাপন করছেন তার ওপর। এক রঙের সিল্ক কাপড় কেটেও চিকন অথবা মোটা বেল্ট বানিয়ে নিতে পারেন। পোশাকের ফিটিং ঠিকমতো না হলেও বেল্ট দিয়ে তা ঠিক করে নেওয়া যায়। ঢিলেঢালা টপসের সঙ্গে বেল্ট পরলেও বেশ ভালো দেখায়। শারীরিক গঠন অনুযায়ী সঠিক জায়গামতো বেল্ট পরাটাও দরকার। না হলে সুন্দর বেল্টটি কেনা থেকে শুরু করে পরা পর্যন্ত সব কষ্টই যে মাটি। যারা একটু মোটা, তাদের বেল্ট কখনোই কোমরের নিচে পরা উচিত নয়। সব সময় ওপরের দিকে অথবা কোমরের মাঝামাঝি পর্যন্ত পরলে ভালো দেখাবে।

বসুন্ধরা শপিং মলে কথা হলো ফারিয়া জাহানের সঙ্গে। বেল্ট কিনতেই এসেছেন বলে জানালেন। নানা রকম টপের সঙ্গে বেল্ট পরার চল এখন, তাই নিজের জন্য কেনা তবে তাঁর মতে, অনলাইন দোকানগুলোতে একটু দাম বেশি বলে মনে হয় তাই শপিং মলগুলো ঘুরে দেখছেন।

দরদাম

বেল্ট ও বকলেসের ডিজাইন ভিন্নতার কারণে দামের পার্থক্য হয়। ব্র্যান্ড বুঝে বেল্ট বিভিন্ন দামের হয়ে থাকে। ব্র্যান্ডেড বেল্টগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তবে তৈরির উপকরণ ভেদে এর দাম ভিন্ন হয়ে থাকে। সে ক্ষেত্রে ২০০ থেকে ২০০০ টাকার মধ্যে মিলবে বেল্ট। আর পাওয়া যাচ্ছে নগরের গাউছিয়া, নিউমার্কেট, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া পাওয়া যায় অনলাইন ফ্যাশন হাউসগুলোতেও।