গরমেও জ্যাকেট!

গাউন কিংবা ম্যাক্সি ড্রেসের সঙ্গে বেশ চলছে লম্বা কটি। মডেল: ইতিশা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, সাজ: রেড, ছবি: কবির হোসেন
গাউন কিংবা ম্যাক্সি ড্রেসের সঙ্গে বেশ চলছে লম্বা কটি। মডেল: ইতিশা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, সাজ: রেড, ছবি: কবির হোসেন

এই সময়ে জ্যাকেট, কটি! শুনেই কি চোখ কপালে উঠল? তাহলে আগেভাগেই জানিয়ে দিই, এই গরমেও জ্যাকেট, শ্রাগ বা কটি, পনচো—এসব দেদার পরছেন তরুণীরা। গরমেও পরা যাচ্ছে, কারণ এগুলো তৈরি হচ্ছে জর্জেট, শিফন, নিট বা গেঞ্জি কাপড়ে, যা এ সময়ে পরার উপযোগী। সামনে খোলা, বোতাম ছাড়া এই পোশাকগুলো ঢিলেঢালা বলে অস্বস্তি বোধ হওয়ারও কোনো কারণ নেই। এর নিচে ইনার হিসেবে কখনো থাকছে টি-শার্ট, শার্ট, ফতুয়া অথবা কামিজ। হাফ স্লিভ, ফুল স্লিভ, স্লিভলেস—সব রকম হাতাই চলছে। হাতার কাটেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। ছোট হাতার মধ্যে কুঁচি দেওয়া ও ঘটিহাতা খুব চলছে। শ্রাগ আর কটিতে সামনে-পেছনে অসমান কাটও এখন চলছে।

স্লিভলেস জাম্পসুটের ও​পরে পরতে পারেন জ্যাকেট

ওপাল ফ্যাশন ওয়্যারের প্রধান নির্বাহী রুবাইজা দীপা জানান, আজকাল শ্রাগ বা এ ধরনের কটির দৈর্ঘ্য কোমর অথবা হাঁটু পর্যন্ত রাখা হচ্ছে। হালফ্যাশনে পাতলা কাপড়ের তৈরি জ্যাকেট বা কটি খুব চলছে। আর এটি বানানোও সহজ বলে তরুণীরা নিজের পছন্দের কাপড় কিনে বানিয়ে নিতে পারেন। লম্বা গাউন বা ম্যাক্সি ড্রেসের সঙ্গে কোমর অবধি উচ্চতার জ্যাকেট বা কটি পরার ফ্যাশনও এখন চোখে পড়ছে। এর সামনে যেহেতু খোলা থাকে, তাই কোমরে সুন্দর কোনো বেল্ট পরলেও ভালো লাগে।

এই গরমে নেটের কটি বেশ আরামদায়ক

জিনসের প্যান্ট আর টপের সঙ্গে যেমন এটি মানায়, তেমন ভালো লাগে স্কার্ট টপের সঙ্গেও। গাউন, ম্যাক্সি ড্রেস, হাতাকাটা কামিজের সঙ্গেও চাইলে এটি পরা যেতে পারে জানান আইকনিক ফ্যাশন গ্যারেজের উদ্যোক্তা তাসলিমা মলি। কোন পোশাকের সঙ্গে কেমন কটি বা জ্যাকেট পরবেন, তা একেবারে নির্ভর করছে আপনার পোশাক এবং তা পরে কোথায় যাচ্ছেন তার ওপর।
ইনার বা ভেতরের পোশাকটি প্রিন্টের হলে তার ওপরের জ্যাকেট বা কটি এক রঙের হলেই ভালো দেখাবে। আর প্রিন্টের জ্যাকেট পরলে তার থেকে যেকোনো একটি রং বেছে নিয়ে সেই রঙের ইনার বেছে নিন। কর্মস্থল বা ক্লাসে গেঞ্জি বা জর্জেট কাপড়ের টপ পরা যেতে পারে। কোনো দাওয়াতে হাফ সিল্ক অথবা নেটের জ্যাকেট পরতে পারেন।

পোশাকের রঙের সঙ্গে কনট্রাস্ট করে শ্রাগ পরতে পারেন। মডেল: বৃষ্টি

তাসলিমা মলির মতে, পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে কোমর পর্যন্ত জ্যাকেট বা শ্রাগই বেশি মানানসই। আমাদের দেশে খাটো টপ এবং জাম্পসু্যটের সঙ্গেও এটি পরা হচ্ছে।
ফ্রক কাটের কামিজ বা কিশোরীদের ফ্রকের সঙ্গে হাফহাতা জ্যাকেট বেশ মানিয়ে যায়। অনেকে শ্রাগের আদলে একটু বেশি ঝুল দিয়েও এ ধরনের পোশাক বানিয়ে নিচ্ছেন, যা পরা হচ্ছে কামিজ বা ম্যাক্সি ড্রেসের ওপরে। এমন পোশাক পরে অনায়াসেই যোগ দেওয়া যেতে পারে যেকোনো জমকালো দাওয়াত বা ঘরোয়া আড্ডায়। স্লিভলেস পোশাক পরতে যাঁরা তেমন স্বচ্ছন্দ নন, তাঁরা পোশাকের ওপর পরে ফেলতে পারেন পাতলা জ্যাকেট।

পোশাকের রঙের সঙ্গে কনট্রাস্ট করে শ্রাগ পরতে পারেন।

জিনস ও টি-শার্টের ওপর প্রায়ই জ্যাকেট বা কটি পরতে দেখা যায় মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়াকে। তিনি জানান, এ ক্ষেত্রে প্রিন্টের চেয়ে একরঙা জ্যাকেটের প্রতিই তাঁর পক্ষপাত। ইনারের বিপরীত রঙের জ্যাকেট বেছে নেন বেশির ভাগ সময়। এ ছাড়া লম্বা কামিজ বা লেহেঙ্গার সঙ্গে পরার জন্য দরজি দিয়ে বানিয়ে নেন লম্বা জ্যাকেট। তাঁর নকশায় থাকে দেশি ঢঙের কারুকাজ।
হরেক রকম জ্যাকেট, শ্রাগ ও কটি পাবেন ঢাকার বদরুদ্দোজা মার্কেট, বনানী সুপার মার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, আইকনিক ফ্যাশন গ্যারেজ, ক্যাটস আইসহ আরও বেশ কিছু দোকানে। এ ছাড়া অনলাইন স্টোরগুলোতেও আছে।