Thank you for trying Sticky AMP!!

চোখ যখন কথা বলবে

মডেল: মোহিনী, সাজ: পারসোনা, ছবি: নকশা

চোখের সাজে যোগ হচ্ছে নিত্যনতুন কায়দা। একই চোখে ফুটে উঠতে পারে ভিন্ন ভাষা আর তা সাজের কারণেই। ন্যুড, স্মোকি, গ্রাফিক্যাল—ঘুরেফিরে দেখা যাচ্ছে নকশার সব ঘরানায়। চলতি ধারা এমনই। শুধু জায়গা আর পোশাক—এই দুটি বুঝে বেছে নিতে হবে চোখের সাজ। অনেক সময় জমকালো দাওয়াতেও চোখের হালকা সাজ মানিয়ে যায়। আবার সকালেই কেউ হয়তো কাজলটা একটু গাঢ় করে দিয়ে বের হয়ে যান। চোখের সাজের সঙ্গে মিলিয়ে বাকি মেকআপ করতে হবে। অন্যের জন্য নয়, বরং নিজের ভালো লাগা প্রকাশ পাক চোখের সাজে।

চোখের সাজে এসেছে চকচকে ভাব। বেইসটা একদমই হালকা। চোখ যেহেতু হালকা, ঠোঁটের রঙে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল গোলাপি (হট পিংক)।

টিফানি অ্যান্ড কোম্পানি গয়নার জন্য বিশ্বখ্যাত। টিফানির ব্র্যান্ড রং একটাই। হালকা মধ্যম রবিনস এগ নামে পরিচিত এই রং খালি চোখে অনেকের কাছেই মনে হবে পেস্টাল নীল। এ রঙেই সাজানো হয়েছে মডেলের চোখ। গ্রাফিক্যাল নকশা ফুটিয়ে তোলা হয়েছে এই নীল আইশ্যাডোর ওপর দিয়েই। চোখের নিচের অংশে হালকা সাদার রেখা। সব মিলিয়ে প্রাণবন্ত সাজ। ঠোঁট, গালে বাঙ্গি রঙের আবহ রাখা হয়েছে।

চোখের সাজে এসেছে চকচকে ভাব। বেইসটা একদমই হালকা। চোখ যেহেতু হালকা, ঠোঁটের রঙে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল গোলাপি (হট পিংক)।

জমকালো বা নাটকীয়ভাব চাইলে চোখের সাজ এমনও হতে পারে। গাঢ় সবুজ রঙের গ্লিটারি আইশ্যাডোর মাধ্যমে টানা চোখ আঁকা হয়েছে। চোখের নিচে আছে কালো কাজল। চোখের সাজটা বেশি জমকালো, এ কারণে ঠোঁটের লিপস্টিক ন্যুড ও গ্লসি। নখে দুই ধারার রং। মডেল: জুঁই

জমকালো বা নাটকীয়ভাব চাইলে চোখের সাজ এমনও হতে পারে। গাঢ় সবুজ রঙের গ্লিটারি আইশ্যাডোর মাধ্যমে টানা চোখ আঁকা হয়েছে। চোখের নিচে আছে কালো কাজল। চোখের সাজটা বেশি জমকালো, এ কারণে ঠোঁটের লিপস্টিক ন্যুড ও গ্লসি। নখে দুই ধারার রং। মডেল: জুঁই

চোখের সাজে ব্যবহার করা হয়েছে বাদামি আইশ্যাডো। আইশ্যাডোর মাধ্যমেই স্মোকি ভাব এনে চোখ টানা হয়েছে। এর সঙ্গে মিলিয়ে ন্যুড রঙের লিপস্টিকে ম্যাট ও ক্রিম—এই দুটি উপকরণ আছে। নেইল পলিশটি ধাতবরঙা। চেহারায় ব্রোঞ্জ বেইস ব্যবহার করা হয়েছে।

চোখের সাজে ব্যবহার করা হয়েছে বাদামি আইশ্যাডো। আইশ্যাডোর মাধ্যমেই স্মোকি ভাব এনে চোখ টানা হয়েছে। এর সঙ্গে মিলিয়ে ন্যুড রঙের লিপস্টিকে ম্যাট ও ক্রিম—এই দুটি উপকরণ আছে। নেইল পলিশটি ধাতবরঙা। চেহারায় ব্রোঞ্জ বেইস ব্যবহার করা হয়েছে।

টিফানি অ্যান্ড কোম্পানি গয়নার জন্য বিশ্বখ্যাত। টিফানির ব্র্যান্ড রং একটাই। হালকা মধ্যম রবিনস এগ নামে পরিচিত এই রং খালি চোখে অনেকের কাছেই মনে হবে পেস্টাল নীল। এ রঙেই সাজানো হয়েছে মডেলের চোখ। গ্রাফিক্যাল নকশা ফুটিয়ে তোলা হয়েছে এই নীল আইশ্যাডোর ওপর দিয়েই। চোখের নিচের অংশে হালকা সাদার রেখা। সব মিলিয়ে প্রাণবন্ত সাজ। ঠোঁট, গালে বাঙ্গি রঙের আবহ রাখা হয়েছে।

উজ্জ্বল সবুজ আইশ্যাডোর সঙ্গে বেগুনি লাইনার ব্যবহার করা হয়েছে। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় মেলানো রং মানেই বেগুনির লাইলাক শেড আর ফ্যাকাশে সবুজ। প্যারিস, লন্ডন ও নিউইয়র্ক—সর্বত্র সুপার মডেলরা এই দুই রঙের পোশাক পরে ঘুরছেন। সাজেও যে এর প্রভাব দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক। চোখের সঙ্গে মিলিয়ে ঠোঁটেও আনা হয়েছে বেগুনি রং। বন্ধুদের আড্ডায় এটি হবে তাক লাগানো সাজ।