Thank you for trying Sticky AMP!!

ছবিতে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক

>

শুরু হয়েছে দেশি ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০ ’-এর দ্বিতীয় আসর। শীতের রাতে রাজধানীর আইসিসিবি মিলনায়তনে ঝলমলে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের ফ্যাশন বোদ্ধারা। ইউনিলিভারের ব্র্যান্ড ট্রেসেমের এই আয়োজনে সহযোগী হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) ও পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান। এই ফ্যাশন আয়োজন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

হলের বাইরে নানা রকম মরিচ বাতি আর পাটকাঠি দিয়ে সাজানো হয়।
দেশ-বিদেশের ডিজাইনারদের এই আয়োজন এবারও যে নজর কাড়বে, সেটা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন ডিজাইনাররা।
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
ফ্যাশন উইক চলবে তিন দিন।
ফ্যাশন উইকে দেশি ২১ জনসহ মোট ৩০ জন ডিজাইনার তাঁদের কাজ তুলে ধরবেন।
পন্ডসের আকর্ষণীয় মঞ্চ।
প্রবেশপথে নিরাপত্তাব্যবস্থা।
বাংলাদেশ ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন নয়জন বিদেশি ডিজাইনার।
ফ্যাশন উইকে অংশগ্রহণকারী একেকজন ডিজাইনার কাজ করেছেন একেকটি থিম ধরে।
ট্রেসমের প্রচার।
অংশগ্রহণকারীদের প্রস্তুতি।
সাজসজ্জা চলছে।
প্রথম দিনের রানওয়েতে মডেলদের সাজের দায়িত্বে ছিলেন আফরোজা পারভীন।
ট্রেসমের পণ্য।
চলছে সাজ।
এই কিউতে মূলত নানা রকম চুলের স্টাইল দেখানো হয়।
চুলের অভিনব স্টাইল।