বিজয় দিবসের ভাবনা পোশাকে ফুটিয়ে তুলেছে ডিজাইনার ও ফ্যাশন হাউসগুলো। তারই কয়েক ঝলক
কে ক্র্যাফট
এবার কে ক্র্যাফটের বিজয় দিবসের পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে দেশীয় মোটিফের ব্যবহার। ক্যালিগ্রাফি, মানচিত্র, পতাকা ও জামদানি মোটিফের ব্যবহার প্রাধান্য পেয়েছে পোশাকে। এ ছাড়া কে ক্র্যাফটের অনলাইন পেজ থেকে বিশেষ সাশ্রয়ী মূল্যে এসব পোশাক কিনতে পারবেন।
উড়ান
বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউস উড়ান এনেছে বিভিন্ন নকশার পোশাক। সালোয়ার–কামিজের পাশাপাশি পাওয়া যাবে শাড়ি।