
পোশাক বাছাই হলো, এবার চাই নতুন জুতা। উৎসবের জুতা বলে কথা, খানিকটা বৈচিত্র্য না থাকলে কি হয়! তাই পোশাকের সঙ্গে মানিয়ে জুতা কিনতেও সময় দিতে হয় বাড়তি। সংগত কারণেই পোশাকের পাশাপাশি ভিড় বাড়ছে নগরের জুতার দোকানগুলোতেও। মনের মতো জুতার খোঁজে বাজার চষে ফিরছেন অনেকেই। পছন্দসই এক জোড়া জুতা-স্যান্ডেল না হলে যেন ঈদের আনন্দটাই মাটি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানা ডিজাইনের জুতার সমাহার ঘটিয়েছেন দোকানিরা। নগরের বাটা, গ্যালারি অ্যাপেক্স, বে-এম্পোরিয়াম, জেনিস, অরিন, লট্টো থেকে শুরু করে ফুটপাতের জুতার দোকানগুলোতে তাই এখন ক্রেতার ভিড় বাড়ছে।
বাজার ঘুরে দেখা গেল, জুতা-স্যান্ডেলের বাজারে এবার সব ধরনের ফ্যাশনই চলছে। তবে গৎবাঁধা কালো বা চকলেট রঙের স্যান্ডেলের পরিবর্তে বর্তমানে অ্যান্টিক সোনালি, রুপালি বা মেরুন রং, কখনো সাদা রঙের স্যান্ডেল কিনছেন অনেকে। এই ধরনের বাহারি রঙের স্যান্ডেলের সঙ্গে থাকে পাথর ও পুঁতির কাজ। এ ছাড়া সুতার কাজ করা স্যান্ডেলও পাওয়া যাচ্ছে বাজারে। মেয়েরা এ বছর মিডিয়াম হিলের স্যান্ডেলই বেশি কিনছেন বলে জানালেন দোকানিরা।
নগরের জিইসি এলাকার জুতার দোকান ‘জেনিস’-এর বিক্রয়কর্মী মিনহাজ উদ্দিন চৌধুরী বলেন, ‘এ বছর প্রায় ২০ ধরনের নতুন ডিজাইনের জুতা এনেছি আমরা। মেয়েদের হরেক রকম জুতার ভিড়ে দুই ফিতার স্যান্ডেল আর সেমি হিলটাই বেশি চলছে। দাম পড়বে ৭৯০ থেকে ১,৫০০ টাকা।’ এই দোকানে চাহিদা রয়েছে কারুকার্যখচিত নাগরার। দাম পড়বে ১,৯৯০ থেকে ২,২৫০ টাকা।
‘বাটা’ তার গৎবাঁধা ফ্যাশনের বাইরে পেনসিল হিলের কিছু জুতা এনেছে। দাম পড়বে ১,২০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে। বাটায় বাচ্চাদের জন্য বাবল গামসের জুতা মিলবে ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যে। নগরের আফমি প্লাজার ‘বাটা’ বিক্রয়কেন্দ্রের শাখা ব্যবস্থাপক হাফিজ আল আসাদ বলেন, ‘বড়দের স্যান্ডেলের মধ্যে বর্ণিল রঙের পাতা ব্র্যান্ডের স্যান্ডেল পাওয়া যাবে ১৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে। মেয়েদের নানা ব্র্যান্ডের জুতা রয়েছে ৬০০ থেকে ৯,৯৯০ টাকার মধ্যে।’
গ্যালারি অ্যাপেক্সেও এ বছর এসেছে নানা নতুন জুতার সমাহার। গুচি, নিনোরসি, স্যান্ডোরোসা প্রভৃতি ব্র্যান্ডের মেয়েদের জুতা পাওয়া যাচ্ছে অ্যাপেক্সে। বেলোরিনা শু, সেমি হিল ও ফ্ল্যাট স্যান্ডেলের চাহিদা বেশি বলে জানালেন আফমি প্লাজার গ্যালারি অ্যাপেক্সের শাখা ব্যবস্থাপক এমডি আনোয়ার হোসেন। দাম পড়বে ৬৯০ থেকে ২,৪৯০ টাকার মধ্যে।
স্যানমার ওশান সিটির জুতার দোকান ‘ওরিয়ন’-এর বিক্রয়কেন্দ্রের প্রধান মিহির কুমার শিকদার জানান, এখানে বাচ্চাদের জন্য রয়েছে লিন্ডো সাব-ব্র্যান্ডের জুতা। দাম পড়বে ৬৯০ থেকে ১,৬৯০ টাকার মধ্যে। মেয়েদের জন্য রয়েছে সোনরিসা, ওরিয়ন ও এনজেলো ব্র্যান্ড। ছেলেদের জন্য রয়েছে ওরিয়ন, পিকাসো ও অ্যালব্যাট্রোস ব্র্যান্ড।
এ ছাড়া নগরের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, শপিং কমপ্লেক্স, স্যানমার ওশান সিটি, ইউনেসকো শপিং সেন্টার, ফিনলে স্কয়ার, আখতারুজ্জামান সেন্টার, আমিন সেন্টার, লাকি প্লাজাও জুতার বিকিকিনি তে জমজমাট।