>প্রতিবছরই ফ্যাশন বদলায়। কিছু কিছু স্টাইল প্রতিবছরই ঘুরে ঘুরে আসে, নতুন রূপ নিয়ে। আন্তর্জাতিক ফ্যাশনে ২০২০ সালে কেমন স্টাইল, কেমন প্রিন্ট এবং সাজ দেখা যাবে? তার উত্তর মিলল আন্তর্জাতিক ফ্যাশন উইকের র্যাম্পে। তারই কিছু চুম্বক অংশ নিয়ে আজকের বিশেষ আয়োজন।

পি-প্লাম টপ
পি-প্লাম মূলত কুঁচি ফোটানোর একধরনের স্টাইল। কোমরের অংশে ফ্লেয়ার বা কুঁচি জড়ো করে এই স্টাইলে বানানো টপ, গাউন, এমনকি স্কার্টও থাকতে পারে এ বছর। বসন্ত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে স্টাইলটি জনপ্রিয় হয়ে উঠবে বলে ডিজাইনাররা পূর্বাভাস দিয়েছেন।
হুপ রিং
কানের দুলে এবার বেশ চোখে পড়ার মতো পরিবর্তন আসবে। একহারা নয়, বরং হুপের মতো গোল রিং পাবে জনপ্রিয়তা। গলায় কলার নেকলেসও এবার জনপ্রিয় হবে বলে ধারণা করছেন বিখ্যাত স্টাইলিশরা।
পাফ স্লিভ
ব্রিটিশ রাজবধূ কেটকেই এই হাতায় সবচেয়ে বেশি দেখা গেছে গত বছর। বাহুর কাছে বিশেষ স্টাইলে ফোলানো এই হাতা জনপ্রিয় হতে শুরু করেছিল গত বছরের শেষের দিকে, এবার তা প্রবল হবে।
নিয়নের ফেরা
দারুণ রূপে ফিরবে এবার নিয়ন রং। কালো অথবা সাদার সঙ্গে সবুজ, গোলাপি কিংবা হলুদ নিয়ন রং থাকবে বেশ ভালোই।
লাইন
অনুভূমিক ও লম্বা রেখা দেখা যাবে সব ধরনের পোশাকে। সোজা ভাষায় বলতে গেলে, স্ট্রাইপের মেলা বসবে এ বছর। যেকোনো ধাঁচের শরীরে ভালো লাগে আবার ছবিতেও ভালো আসে, এ কারণেই এই স্ট্রাইপের জনপ্রিয়তা বাড়বে এবার।
গাঁদা ফুলের রং
ঠিক কাঁচা হলুদ নয়, আবার শর্ষে হলুদও নয়। এবার দেখা যাবে গাঁদা ফুলের হলুদ রং। বিভিন্ন পোশাকের গাঁদা ফুলের কমলাঘেঁষা হলুদ রংটি হবে এবারের প্রধান আকর্ষণ।
পলকা ডট
নারীদের পোশাকে অসম্ভব জনপ্রিয় একটি প্রিন্ট পলকা ডট। গত বছর যদিও রাজত্ব করেছে চিতা প্রিন্ট, কিন্তু এবার পলকা ডট আবার জনপ্রিয় হয়ে উঠবে। নানা আকারে তো বটেই, হরেক রঙে পলকা ডট দেখতে পাবেন ফ্যাশনপ্রেমীরা।
চামড়ায় চামড়া
কাপড়ের পাশাপাশি চামড়া বা লেদারের পোশাক দেখা যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে এবার। যেকোনো পোশাকে, যেকোনো ডিজাইনে কমবেশি চামড়ার ব্যবহার থাকবে বলেই সবাই অনুমান করছেন। তবে চিরাচরিত নয়, রঙিন লেদারই বেশি দেখা যাবে।
ঝলমলে কাপড়
বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে অনুষঙ্গ নয়, কাপড় ঝলমল করবে নিজের গুণে। রুপালি, সোনালি গ্লিটার, আফসান কিংবা প্রিন্ট, হ্যালোজেনের মতো ঝলমলে উপাদানে বানানো কাপড় সবার নজর কাড়বে।
লোফার
প্রিন্টম সুতার কাজ কিংবা অনুষঙ্গ বসানো, সব ধরনের লোফার এবং জুতার রাজ্যে রাজত্ব করবে। সাধারণ নয়, বরং একটু ফ্ল্যাট, চটির মতো পাতলা লোফার অফিস, দাওয়াত এবং রাস্তায়ও দেখা যাবে।
রেট্রো ৭০
পুরোনো স্টাইলগুলোকে নতুন রূপে ফিরিয়ে আনা বা রেট্রোর প্রচলন চলছে অনেক বছর ধরেই। সেই তালে এবার ফিরবে সত্তরের স্টাইল। সত্তরের দশকের চওড়া ল্যাপেল, বেল বটম প্যান্ট, ডাবল ব্রেস্টেড স্টাইল আর ফ্লেয়ার হেমলাইন দেখা যাবে অফিস, দাওয়াত—সবখানে।