বিশ্বজুড়ে ফ্যাশন

বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে পশ্চিমা বাতাসে। ছোট পর্দা, বড় পর্দা এবং সংগীত—তিন জগতের কিছু বড় তারকা এ বছর বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের। তেমন কিছু আলোচিত বিয়ে নিয়ে এবারের বিশ্বজুড়ে বিয়ের আয়োজন রইল পাঠকদের জন্য।

ক্রিস প্যাট ও ক্যাথরিন শোয়ার্জেনেগার
ক্রিস প্যাট ও ক্যাথরিন শোয়ার্জেনেগার

ক্রিস প্যাট ও ক্যাথরিন শোয়ার্জেনেগার
অভিনেতা ক্রিস প্যাট ও ক্যাথরিনের বিয়েতে ক্যাথরিনই ছিলেন সবার আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত জীবনের দারুণ স্টাইলিশ ক্যাথরিন বিয়ের গাউন হিসেবে বেছে নিয়েছিলেন আরমানির কাস্টম আরমানি প্রিভ ব্যাস্টিয়ার গাউন। পুঁতি ও লেসে সাজানো লম্বা ওড়নার ওপর ক্যাথরিন জুড়ে নিয়েছিলেন আরেকটি ট্যুলে ওড়না, যেটি তাঁর মা পরেছিলেন বাবা আর্নল্ড শোয়ার্জেনেগারকে বিয়ের দিনে!

দ্য রক ও লরেন হাসিয়ান

দ্য রক ও লরেন হাসিয়ান
অনেক দিন পাশাপাশি ছিলেন তাঁরা। তবু বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক স্বীকৃতিকে অস্বীকার করার জো আছে কি? তাই তো দ্য রকখ্যাত ডিওয়েইন জনসন বিয়ে করে নিলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী লরেনকে। হাওয়াই দ্বীপে আয়োজিত এই বিয়েতে লরেন পরেছিলেন মিরা জিলিঙ্গারের নকশায় পুঁতি ও লেসের ডিজাইন করা গাউন। যার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার মতো!

জো জোনাস ও সোফি টার্নার

জো জোনাস ও সোফি টার্নার
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে লাস ভেগাস গিয়েছিলেন তিন জোনাস ভাই। একমাত্র অবিবাহিত ছিলেন জো। অনুষ্ঠান শেষে হুট করে বিয়ে করে ফেললেন বাগদত্তা সোফি টার্নারকে! অবশ্য পরে ফ্রান্সে আরেকবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তাঁরা। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা পরেছিলেন সাদা পোশাক, আর জো-সোফি পরেছিলেন টুকটুকে লাল বিয়ের পোশাক!

জেনিফার লরেন্স ও কুক মারোনি

জেনিফার লরেন্স ও কুক মারোনি
গত বছর তাঁদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, এ বছর মিলল সত্যতা। রোডস আইল্যান্ডে গুনে গুনে দেড় শ মানুষের উপস্থিতিতে বিয়ে করলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। পাত্র কুক পেশায় আর্ট গ্যালারিস্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়েনা মিলার, এমা স্টোন ও ক্রিস জেনারের মতো তারকারা। সর্বশেষ খবর অনুয়ায়ী জানা গেছে, লরেন্স ডিওরের একটি গাউন পরেছিলেন বিয়েতে।

সূত্র: হ্যালো ম্যাগাজিন, পিপলস, ভোগ, গ্ল্যামার ডট কম, ইউএস ম্যাগাজিন এবং কসমোপলিটন।

গ্রন্থনা: নকশা ডেস্ক