Thank you for trying Sticky AMP!!

সুতির তৈরি শার্ট পরা হয়েছে বেশি

২০২১ সালে ছেলেদের সাজের স্টাইল যেমন ছিল

চলতি বছরে ছেলেদের পোশাকে ও সাজে চলে এসেছিল কিছু পরিবর্তন। চুলের সাজ থেকে শুরু করে জুতা, সবকিছুতেই প্রাধান্য পেয়েছে স্টাইল ও আরাম...

চলতি বছর ছেলেদের ফ্যাশনে আরামদায়ক পোশাকের প্রধান্যই ছিল বেশি। গরমে গ্যাবার্ডিন প্যান্ট বেশি চলেছে। জিনসের প্যান্টের ছেঁড়াফাটা নকশা গত কয়েক বছরের তুলনায় এবার বেশি চোখে পড়েছে। অফিসের লুকে সুতি ফুল হাতা শার্টের কদর ছিল। শীতের পোশাকে জ্যাকেটের পাশাপাশি রঙিন সোয়েটার চলেছে বেশি। ঈদ, পূজা বা বিয়ের মতো বিশেষ আয়োজনে ছেলেরা পরেছেন কটি আর পাঞ্জাবি। তবে পাঞ্জাবিতে ভারী কোনো কাজ ছিলো না। যতটা সাধারণ রাখা যায়, সেদিকেই ছিল ঝোঁক।

পাঞ্জাবির কদর ছিল ঈদ ও পূজার সময়

কী শহর কী মফস্বল, ছেলেদের একাধিক লেয়ার করে চুল ছাটতে দেখা গেছে। চুল নিয়ে বেশি নিরীক্ষা করেছেন এবার কিশোরেরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বছরের একটা বড় সময় ধরে অনেকে চুল বড় করেছেন। কে পপ, টিকটকের মতো সামাজিক মাধ্যমের প্রভাবে তাদের নানা রঙে চুল রাঙাতে দেখা গেছে।

চামড়ার জুতার চেয়ে বেশি জনপ্রিয় ছিল বিভিন্ন রকম কৃত্রিম উপকরণের তৈরি জুতা। ওজনে হালকা আর নকশার বৈচিত্র্যের কারণে এসব জুতার জনপ্রিয়তা বেড়েছে।