মিডি ড্রেসে ৬ রঙে কেয়া পায়েল, ২৫টি ছবিতে দেখুন তাঁর সাজপোশাকের খুঁটিনাটি

কেয়া পায়েল ঘুরতে ভালোবাসেন। সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি দেখলেই বোঝা যায়। সাম্প্রতিক কিছু ছবি দেখে বুঝতে সমস্যা হয় না যে পোশাকের তালিকায় মিডি ড্রেসকে বেশ প্রাধান্যই দিচ্ছেন এই অভিনেত্রী। তাঁর ছয় রঙের পোশাকের ছবি দেখে নিন, সঙ্গে রইল সাজপোশাকের ব্যবচ্ছেদ।

শুভ্র কেয়া

গ্রীষ্মের জন্য পোশাকটি আদর্শ। ওপরের অংশটিতে প্রাধান্য পেয়েছে ক্রোশেট নকশা।
ছবি: ফেসবুক থেকে
এতে বোহো ঘরানার ছাপ চলে এসেছে সাজে। পুরো পোশাক ঢিলেঢালা ফ্লেয়ার কাটের। খোলা চুলে স্বাভাবিক ও সহজাত লুক।
চেহারার সতেজ ভাব নজর কাড়ে। কানে ছোট টপ। গাঢ় রঙের নেইল পলিশ নিয়ে এসেছে ভিন্নতা। সৈকতে ঘুরতে গেলে বা ইনস্টাগ্রামের জন্য রিল বা সেলফি তোলার সময় এ ধরনের পোশাক বেশ লাগে।

সবুজ কেয়া

সেইজ গ্রিন রঙের মিডি ড্রেসটিতে আছে ফুল-পাতার নকশা। রোমান্টিক নকশার একটা অনুভূতি আছে পুরো সাজে।
বেলুন হাতার পোশাকটি অনেকটাই বডি হাগিং ধাঁচের। তবে নিচে র‍্যাফলের অসমান কাট থাকায় ফ্লোয়ি ধাঁচও চলে এসেছে।
রেট্রো ফ্লেয়ার নকশার পোশাকটির সঙ্গে অফ হোয়াইট রঙের ক্ল্যাসিক স্ট্রাকচার ব্যাগ নিয়েছেন।
আরমেস ব্র্যান্ডের সাদা-ক্রিম রঙের ফ্ল্যাট স্লিপ-অন স্যান্ডেল পায়ে। কানে ছোট দুল। হাতে ব্রেসলেট ও ঘড়ি। খোলা চুল লুকটিকে সহজ ও সাবলীল করেছে।
মেকআপে আছে হালকা লিপটিন্ট ও সফট ব্লাশ। গ্রীষ্মের লাঞ্চ বা ডেটের জন্য এই লুক আদর্শ। পুরো সাজেই আছে আরাম ও স্টাইল।

নিয়ন কেয়া

এই পোশাকে বেশ কয়েকটি নকশা নজর কাড়ে। প্রথমেই আছে ক্রিস-ক্রস স্টাইলের র‍্যাপ কাট।
এরপর ফিটেড ওয়েস্ট লাইন। কোমর থেকে নিচের অংশটি ফ্লেয়ার কাটের।
এর মধ্যে আবার পুরোটাই প্লিট দেওয়া। পাশাপাশি ছোট পাফ হাতা।
পুরো নকশা এই ম্যাক্সি ড্রেসটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হৃদয় আকৃতির ছোট ব্যাগটি কোনাকুনিভাবে নেওয়া। ব্যাগটির রং ও টেক্সচার পোশাকের উজ্জ্বলতার সঙ্গে ভারসাম্য তৈরি করেছে। টানটান করে বাঁধা ঝুঁটি পুরো সাজে এনেছে ছিমছাম ভাব।

গোলাপি কেয়া

হালকা গোলাপি রঙের এই পোশাকেও আছে ফ্লেয়ার কাট।
পাফ হাতা, ক্রস বডি ব্যাগ আর খোলা চুলের সাজটিতে স্নিগ্ধতা ফুটে উঠেছে।
পুরো পোশাকে আছে চিকন নকশা।
দূর থেকে দেখলে অনেকটা লেসের মতো মনে হয়।

নীল কেয়া

পোশাকটি নীল রঙের ম্যাক্সি ড্রেস বা লম্বা গাউন। ঢিলেঢালা এবং বেশ আরামদায়ক কাটের। পোশাকটির ওপরের অংশে আছে এমব্রয়ডারি।

ক্যাজুয়াল কেয়া

ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি পোশাক পরেছেন কেয়া।
স্ট্র্যাপে ফিতার ব্যবহার আছে।
ওপরের অংশটিতে বডিস ফিট কাট। নিচের অংশটি ফ্লোয়ি এবং ঝালর দেওয়া।
পুরো সাজেই আছে ক্যাজুয়াল ভাব।
এই পোশাক কেয়াকে দিয়েছে আরামদায়ক ও স্টাইলিশ লুক।