হয়ে গেল ইরা খানের বাগদান। হবু বর আর কেউ নন, প্রেমিক নূপুর শিখরইরা খানের বাবা বলিউড তারকা আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখর। এর আগে সুস্মিতা সেনের সঙ্গেও কাজ করেছেন নূপুরবাগদানে ইরা খান পরেছিলেন কাঁধখোলা লাল গাউন। আগে নূপুরের হাতে আংটি পরান ইরা। তারপর ইরার অনামিকায় আংটি পরিয়ে দেন নূপুর। এরপর দুজন দুজনকে চুমু খান। আর গানের তালে তালে নাচতে থাকেনবরাবরের মতোই বাগদানের দিনও ইরা মেকআপ প্রায় করেননি বললেই চলে। বাগদানের ছবিগুলো শেয়ার করে ইরা লিখেছেন, ‘আমাকে যে এত সুন্দর লাগতে পারে, কখনো ভাবিনি।’ বাগদানের দিন ইরার এক হাতে ছিল ব্যঙ্গেলস, আরেক হাতে স্মার্ট ওয়াচ। গলা ও কানে ছোট্ট একটা গয়নার সেট। ব্যস, এটুকুইচলতি বছরের মে মাসে প্রেমের দুই বছর পূর্ণ করেন ইরা-নূপুর ইরার বয়স ২৫, বয়সে নূপুর শিখরের চেয়ে ১০ বছরের ছোট তিনিবাগদান অনুষ্ঠানে ইরার সাবেক সৎমা কিরণ রাও আর নূপুরের মা—দুজনকেই হাত ধরাধরি করে নাচতে দেখা গেছে
বিজ্ঞাপন
ইরার সঙ্গে ছেলের বাগদানে নাকি সবচেয়ে বেশি খুশি হয়েছেন ইরার হবু শ্বাশুড়ি ইরা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাজপোশাক ও বক্তব্য নিয়ে ট্রলের শিকার হন। বিশেষ করে ২৫তম জন্মদিনের পোশাকের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চূড়ান্তভাবে নেতিবাচক মন্তব্যের শিকার হন। বাগদানের ছবির নিচে বেশির ভাগই শুভেচ্ছা জানালেও সেখানেও জমা হয়েছে কিছু নেতিবাচক মন্তব্যইরাকে বাগদানে সাজিয়ে দিয়েছে সেলিব্রিটি বিউটিশিয়ান কলিন খান। বাগদানের ছবিগুলো তুলেছে এথিরিয়েল স্টুডিও