মহামারিকাল যেসব খাতে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলেছিল, তার ভেতর অন্যতম ছিল বিশ্বফ্যাশন। ২০২২ সাল ছিল ফ্যাশনের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। আর সেটা ভালোভাবেই ঘটেছে। বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন উইকগুলো রীতিমতো আলোড়ন ফেলেছে। বেশ কিছু ফ্যাশন–মুহূর্ত স্তব্ধ করে রেখেছে ফ্যাশনিস্তাদের। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।
