ফিরে দেখা ২০২২

বিশ্বফ্যাশনের সেরা ১০ মুহূর্ত

মহামারিকাল যেসব খাতে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলেছিল, তার ভেতর অন্যতম ছিল বিশ্বফ্যাশন। ২০২২ সাল ছিল ফ্যাশনের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। আর সেটা ভালোভাবেই ঘটেছে। বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন উইকগুলো রীতিমতো আলোড়ন ফেলেছে। বেশ কিছু ফ্যাশন–মুহূর্ত স্তব্ধ করে রেখেছে ফ্যাশনিস্তাদের। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।
প্যারিস ফ্যাশন উইকের দ্বিতীয় মৌসুমে জাদুকরি এক ফ্যাশন–মুহূর্ত তৈরি করেন বেলা হাদিদ।  প্যারিসভিত্তিক ফরাসি ব্র্যান্ড কোপার্নির শোতে শরীরে স্প্রে করে রানওয়েতেই তৈরি হয় বেলার পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
লুই ভুইতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে রীতিমতো চমক দেখিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন
মেট গালায় মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান পরেছিলেন মেরিলিন মনরোর একটি আইকনিক গাউন। সেটি গায়ে ফিট করার জন্য তিনি তিন মাসে ১৬ কেজি ওজন ঝরিয়েছিলেন
মেট গালাতেই হলিউড তারকা ব্লেক লাইভলি কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর নিউইয়র্কের স্থাপনার আদলে তৈরি মেটালিক গাউনটা বদলে ফেলেন। এটা বিশ্বফ্যাশনের জন্য ছিল একটা বড় চমক!
মহামারিকাল পেরিয়ে বিশ্বফ্যাশনে আলাদা করে জায়গা করে নেয় গোলাপি আর কমলা। লিঙ্গনির্বিশেষে পোশাকে সারা বছর রাজত্ব করেছে এই দুই রং। এই দুই রংকে বলা হয়েছে ‘কালার অব ২০২২’। তবে এর সঙ্গে এখন যোগ হয়েছে এমারেল্ড গ্রিন (পান্না সবুজ)
এদিকে মাতৃত্বকালীন ফ্যাশনের সংজ্ঞাই বদলে দিয়েছেন সংগীত তারকা রিয়ানা
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ফ্যাশন দিয়ে নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন ২৬ বছর বয়সী মার্কিন অভিনেতা টিমোথি চ্যালামেট। তাঁর পরনে ছিল টকটকে লালরঙা একটা ব্যাকলেস টপ আর প্যান্ট। কম্বোডিয়ান–ফরাসি ডিজাইনার হাইদার অ্যাকারম্যানের ডিজাইন করা পোশাকটিকে অনেকে জাম্পস্যুট নামে ডাকলেও এর কী নাম দেওয়া যায়, তা নিয়ে নানা ভাগে ভাগ হয়েছে ফ্যাশনবিশ্ব। চলচ্চিত্র উৎসব শেষ হয়ে গেলেও তাঁর পোশাক নিয়ে আলোচনা থামেনি
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের গাউনটির ডিজাইনে অনেকেই চমকে উঠেছেন। এভাবেও গাউন হয়!
বছরের সেরা ফ্যাশন–মুহূর্ততে স্থান পেয়েছে আবু জানি দীপক খোসলার নকশা করা সোনম কাপুরের এই পৌরাণিক মাতৃত্বকালীন পোশাকটিও
এ ছাড়া মনোক্রোম, পাওয়ার স্যুট, স্টেটমেন্ট বুটস, ওভারসাইজড জ্যাকেট, লেদারের পোশাক, আপসাইকেলড আর টেকসই পোশাক—এগুলো ছিল ট্রেন্ডে