হাতব্যাগের এই অনুষঙ্গটির নাম জানেন

নানা নকশার চার্ম ব্যাগের সাজে নিয়ে আসছে ভিন্নতা
ছবি: সাবিনা ইয়াসমিন

‘ব্যাগ চার্ম’ এখন এমন এক ফ্যাশন অনুষঙ্গ, যা ছাড়া সাজ অপূর্ণ। ছোট একটা চার্ম সাধারণ নকশার ব্যাগকেও দেয় স্টাইল স্টেটমেন্ট। পাশ্চাত্যের রানওয়ে থেকে বাংলাদেশের রাস্তায়, অনেকেই ব্যাগে ঝোলাচ্ছেন ব্যাগ চার্ম। আগে শুধু লুই ভুঁতো বা আরমেসের মতো বড় ব্র্যান্ডেই চার্ম পাওয়া যেত। এখন টিকটকের কল্যাণে সব জায়গায় ছড়িয়ে পড়েছে ‘জেন বারকিনফাই মাই ব্যাগ’ ট্রেন্ড। কেউ দামি, কেউবা কম দামি চার্ম দিয়েই সাজাচ্ছেন ব্যাগ। লুই ভুঁতোর কুমড়ার চার্ম, ফেনডির নতুন মোড়কে পুরোনো চার্ম, প্রাডা, কোচ ব্র্যান্ডগুলো এনেছে নতুন আর আকর্ষণীয় সব চার্ম। টেলফা তাদের বিখ্যাত ব্যাগের ছোট ভার্সনকেই চার্ম বানিয়ে ফেলেছে। নতুন সংযোজন হিসেবে লাবুবু তৈরি করেছে ইতিহাস। একবার বাজারে এলেই নিমেষেই বিক্রি হয়ে যাচ্ছে। বলতে গেলে সোল্ড আউট। রি-সেল মার্কেটে এগুলোর দাম আবার তিন-চার গুণ।

এ ধরনের ব্যাগ চার্মের মধ্যে বাড়তি ছোট কিছুও রাখতে পারবেন

ব্যক্তিগত স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্টের ধারণাও এই চার্ম থেকে পাওয়া যায়। যাঁরা কুকুর, বিড়াল ভালোবাসেন, তাঁদের ব্যাগে ছোট্ট বিড়াল বা কুকুরের চার্ম থাকে। একইভাবে যাঁরা ক্ল্যাসিক ফ্যাশন পছন্দ করেন, তাঁদের ব্যাগের ওপর মুক্তা বা সিল্কের স্কার্ফ।

দেশেই পাওয়া যাচ্ছে এ ধরনের ব্যাগ চার্ম

ব্যাগের ওপর চার্ম ঝোলানোর ধারা অনেক পুরোনো। নতুন করে ঠিক কেন শুরু হলো, সেটা অনেকটাই অস্পষ্ট। তবে দু-একটি ঘটনা গুরুত্বপূর্ণ।

১. যুক্তরাষ্ট্রভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড ‘ডোন্ট লেট ডিসকো’র মালিক অ্যাশলি হ্যারিস একদিন এক ফটোশুটে পুরোনো আরমেস কেলির ব্যাগের গায়ে একগাদা ঝকঝকে মালা জড়িয়ে দিলেন। সেই ছবি এক মডেল টিকটকে শেয়ার করতেই ভাইরাল। শুরু হয়ে গেল অর্ডারের বন্যা—‘আমার ব্যাগেও চার্ম লাগিয়ে দিন!’ এটি ২০২২ সালের ঘটনা।

২. ২০২৪ সালে মিউ মিউ, কোচ আর বেলানসিয়েগার রানওয়েতে ঝকঝকে চেইন আর চার্মস দিয়ে ব্যাগগুলো সাজানো হয়েছিল। এটি ফ্যাশনপ্রেমীদের অনুপ্রাণিত করে।

৩. ২০২৫ সালে লাবুবু কেনার পাগলামি এ ধারাকে আরও একধাপ বাড়িয়ে দেয়।

ছোট একটা চার্ম সাধারণ নকশার ব্যাগকেও দেয় স্টাইল স্টেটমেন্ট

স্ট্রিট স্টাইলেও কিন্তু মজার মজার চার্ম চোখে পড়ছে। ফলের আকারের চার্ম, পুঁতির মালা—কী নেই। রোজকার ফ্যাশনে নিজের মতো করে সাজানোর খেলাটা একরকম রঙিন বিদ্রোহই। এমন এক দুনিয়ার বিরুদ্ধে, যার ডিজিটাল অ্যালগরিদম আমাদের স্টাইলও বলে দিতে চায়। একটু গভীরভাবে চিন্তা করলে, এতে নিজস্ব গল্প বলার সুযোগ থাকে আবার একফোঁটা মজাও যোগ হয়ে যায়। নতুন প্রজন্মের অনেকেই ম্যাক্সিমালিস্ট স্টাইলে ব্যাগ সাজিয়ে নিচ্ছেন নিজেদের মতো করে।

মজার সব নকশার চার্ম

এখন আর ব্যাগ চার্ম শুধু একটি বাড়তি কিছু যোগ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ফ্যাশনের নতুন ভাষা। আমাদের এখানেও পাওয়া যাচ্ছে নানা ধরনের চার্ম। পতাকা, কাঠের ঘোড়া, শামুক, বাঁশি—আছে অনেক কিছুই। করোনার সময় এখন স্যানিটাইজার ঝুলিয়ে দিতে পারেন কিছুর সঙ্গে। চশমার খাপখানাও থাকতে পারে। শুধু কিনে লাগালেই চার্ম হবে, বিষয়টি এমন নয়। নিজেও বানিয়ে নিতে পারেন।

মনমেজাজের সঙ্গে সঙ্গে ব্যাগ চার্মও বদলে ফেলতে পারবেন

ব্যাগ ছাড়াও জুতা, মুঠোফোনের কভার, এমনকি ফোনেও লাগানো হচ্ছে পিন, ব্রোচ বা পুঁতির অলংকার। সবচেয়ে মজার বিষয় হলো, এই ট্রেন্ড একদম নিজের মতো করে বদলানো যায়। আজ একটা তো কাল নতুন আরেকটা, মনমেজাজ বদলালে স্টাইলও বদলে ফেলা যায়।