
গুলশানের বে-এজওয়াটার গ্যালারিতে শুরু হয়েছে ইউসিবি বৈশাখী ফেস্টিভ্যাল। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিনের এই উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আয়োজনটিতে থাকছে প্রদর্শনী, ফ্যাশন শো এবং লোকসংগীতের ফিউশন পরিবেশনা ।
আজ ১৮ এপ্রিল বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ’আমাদের গ্রামগঞ্জে যাঁরা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাঁরা প্রকৃতি থেকেই নকশাগুলো নেন। শিল্প জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। আগে যেমন টাঙ্গাইল শাড়ির নকশায় দেখা যেতো ফুল, পাখি, লতাপাতা; এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সেই শাড়িতেই আজকাল ফুটে উঠছে মোবাইল ফোন, ক্রিকেট ব্যাট কিংবা হকি স্টিক।'
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুইর বলেন, ‘ফ্রান্স বিশ্বের ফ্যাশনের রাজধানী। ফ্রান্সের ফ্যাশন স্কুলগুলো ও বাংলাদেশের ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর একসঙ্গে কাজ করা নিয়ে আমরা আশাবাদী।'
স্টুডিও মায়াসিরের ব্যবস্থাপনা পরিচালক ডিজাইনার মাহিন খান বলেন, ‘ফ্যাশনে আমাদের দেশীয় কাপড়গুলো আবারও ফিরে আসছে। যা আধুনিকায়নের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। একজন ডিজাইন উদ্যোক্তা হিসেবে আমার লক্ষ্য থাকে এসব সমস্যা সমাধান করা। পাশাপাশি নতুনদের জন্য হাতে তৈরী দেশীয় পোশাক নকশা করা, যেটি তাদের স্লো ফ্যাশনের বিষয়ে সচেতন করবে।'
মাহিন খানের এই একক প্রদর্শনীতে উঠে এসেছে বুনন, এমব্রয়ডারি ও সুচিশীল্পের মিশ্রণ। প্রদর্শনীটিতে আছে সিল্কের কাপড় দিয়ে তৈরি জমকালো সব পোশাক।
আয়োজনটির কিউরেটর এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) এর সেক্রেটারি শৈবাল সাহা বলেন, ‘এটাকে আমরা শাড়ির প্রদর্শনী না বলে বলছি ছয় গজ কাপড়ের ওপর শিল্পের প্রদর্শনী। এখানকার সিল্কের শাড়িগুলো বুনেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর দুই তীরে বসবাসকারী তাঁতিরা আর এমব্রয়ডারির কাজ করেছেন জামালপুরের নারীরা। এ ছাড়া প্রদর্শনীতে উঠে এসেছে সমকালীন ডিজাইন, ইসলামিক ওরিয়েন্টেশনে নকশা, হেরিটেজ মোটিফ, নকশীকাঁথা, সুচিকর্ম ও রাজশাহী সিল্ক।'
আজ সন্ধ্যার অনুষ্ঠান উদ্বোধন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আয়োজনের এই অংশে থাকবে ফ্যাশন শো। তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এ ছাড়া ১৯ এপ্রিল বিকেলে থাকছে লোকগীতির ফিউশনধর্মী পরিবেশনা ও ২০ এপ্রিল সন্ধ্যায় থাকবে ফ্যাশন শোয়ের আয়োজন।
এ উৎসবে টাইটেল স্পনসর হিসেবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), পৃষ্ঠপোষকতা করছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সহযোগিতা করছে বার্জার।