অনেকবারই বউয়ের সাজে দেখা দিয়েছেন সোনাক্ষী সিনহা। তবে এবার সত্যিকারের বউ সাজলেন তিনি। আগে বিভিন্ন অনুষ্ঠান বা চলচ্চিত্রের জন্যও কনে সেজেছিলেন তিনি। সে রকম কিছু সাজের সঙ্গে থাকল কিছু জমকালো লুক।

লক্ষ করুন: এই ফটোস্টোরির শিরোনাম ও ক্যাপশন সংশোধন করা হয়েছে।