লাল গাউন আর স্নিগ্ধ লুকে মেহজাবীন

বছরটা দারুণ যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। এ বছরই বিয়ে করেছেন। স্বামী আদনান আল রাজীবকে নিয়ে ঘুরে এসেছেন ইউরোপ থেকেও
ছবি: গাজেলাস্টুডিও/মেহজাবীনের ইনস্টাগ্রাম থেকে
আজ ২৯ জুন ইনস্টাগ্রামে এই ছবিগুলো আপলোড করেছেন মেহজাবীন। ইতালির ভেনিসে তোলা ছবিগুলোতে লাল রঙের ‘ওয়ান শোল্ডার গাউনে’ দেখা গেল তাঁকে
ন্যাচারাল মেকআপে সেজেছেন মেহজাবীন। লাল জামার সঙ্গে মিলিয়ে কানে গুঁজেছেন লাল ফুল
ইতালির ভেনিসের এই বিখ্যাত জায়গাকে মেহজাবীন বলছেন ‘পানি আর পাথরে লেখা প্রেমপত্র’।
মেহজাবীনের দেওয়া ছবিতে অবশ্য আদনানকে চোখে পড়েনি
অগোছালো খোপায় রাজকীয় লুক!
ছবিটা সাদা–কালো হলেই বোধ হয় পুরোনো কোনো হলিউড সিনেমার দৃশ্য বলে চালিয়ে দেওয়া যেত!
গত ২৩ মে মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য জোড়া পুরস্কার জিতেছেন তিনি
স্ট্র্যাপ দেওয়া স্টিলেটো জুতোয় স্টাইলিশ মেহজাবীন
একদমই হালকা সাজে এই অভিনেত্রীকে মানিয়েছে বেশ
মেহজাবীনের ইনস্টাগ্রাম বলছে, শান্ত এই জলপথের অলিগলি ঘুরে হারিয়ে যাওয়াটা বেশ উপভোগ করেছেন এই অভিনেত্রী