ম্রুণাল যখন ভবিষ্যতের রাজকন্যা

হোক ‘পাশের বাড়ির মেয়েটি’, কিংবা গ্ল্যামারার্স মডেল—ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সব লুকেই মানানসই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এবার তাঁকে দেখা গেল ‘দেবীযোদ্ধা’ রূপে। জমকালো এক ফ্যাশন শোর আয়োজন করেছিল ল্যাকমে ফ্যাশন উইক ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া (এফডিসিআই)। শো-স্টপার হিসেবে মঞ্চে হেঁটেছেন ম্রুনাল।
ল্যাকমে ফ্যাশন উইকের এবারের আসর বসেছিল নয়াদিল্লিতে।
ম্রুনালের ‘ভিন্ন লুক’ তৈরিতে বড় ভূমিকা রেখেছেন ডিজাইনার জুটি পঙ্কজ ও নিধি। পঙ্কজ-নিধির কাল্পনিক জগতে রাজকীয় বেশে হাজির হয়েছিলেন ম্রুণাল ঠাকুর। পরনে ছিল ধাতব বর্মের মতো পোশাক।
র‍্যাম্পে ম্রুণালের প্রতিটি পদক্ষেপে টের পাওয়া যাচ্ছিল তাঁর আত্মবিশ্বাস। কালো স্লিক স্কার্ট আর থাই-হাই স্লিটের সাহসী কাট পোশাকটিকে আরও আকর্ষণীয় করেছে।
শক্তি ও সৌন্দর্য, কোমলতা ও দাপট—ম্রুণাল যেন সব একসুতায় গেঁথেছেন। এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেছেন, ‘আমাকে এমন ভবিষ্যৎ-রাজকুমারীর মতো লুক দেওয়ার জন্য পঙ্কজ ও নিধিকে ধন্যবাদ। এই পোশাকে আমাকে একই সঙ্গে মার্জিত ও আত্মবিশ্বাসী মনে হয়েছে।’