
পাঁচ দশক ধরে ভারতীয় মডেল, অভিনেতা মিলিন্দ সোমান নানা রূপে ধরা দিয়ে আলোচনায় এসেছেন বারবার। ফিটনেস আইকন হিসেবেও তাঁর বেশ নামডাক। কিছুদিন আগে শাড়িকে ধুতির মতো পরে মঞ্চে হেঁটে ফ্যাশনের পরিধি আরেকটু বড় করে তুলে ধরেছিলেন।
তবে এবার এমন ধরনের পোশাকে ফটোশুট করলেন, সাধারণত যা নারীদেরই পরতে দেখা যায়।
কেন পরলেন নারীদের পোশাক
নারীদের পোশাক পরে মূলত লিঙ্গভিত্তিক পোশাকের ওপর নতুন করে আলোচনার সৃষ্টি করলেন সোমান। প্রায় ৬০ বছর বয়সী এই অভিনেতা সব সময় সাহসী। এবার যেন পুরুষতান্ত্রিক সমাজকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন রূপে সামনে এলেন। সেই সঙ্গে নিজের স্বাভাবিক চেহারা ও স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন অকপটে।
‘হার্পার’স বাজার ইন্ডিয়া’র নতুন প্রচ্ছদ ফটোশুটে সাদা লম্বা পোশাক, কালো বুট আর সাহসী স্টাইল স্টেটমেন্ট হিসেবে পরলেন ক্রপ টপ। ছবিতে তাঁর চেহারায় স্বাচ্ছন্দ্যের হাসি, মাথাভরা ধূসর চুল আর দাড়িসহ আত্মবিশ্বাসে ভরা চেহারা জানিয়ে দিচ্ছে, যেকোনো পোশাকেই তিনি সুন্দর।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, ‘মিলিন্দ শুধু পোশাক পরেন না, তিনি একটি বার্তাও বহন করেন।’ অনেকের চোখে তিনি ‘স্টাইল আইকন’।
ফ্যাশন মানে শুধু বাহারি পোশাক নয়, কখনো কখনো তা হয়ে ওঠে সাহস, চেতনা আর নিজের সত্তাকে প্রকাশের ভাষা। মিলিন্দ সোমানের এই ফটোশুটও তেমনই, চিরচেনা ফ্যাশনের ধারাকে পেছনে ফেলে নতুন কিছু ভাবার সুযোগ করে দিয়েছেন। তাঁর পরনে ইউআরএ ব্র্যান্ডের নারীদের পোশাকের সঙ্গে ছিল বারকেনস্টক বুট।
ফ্যাশনে যেকোনো ধরাবাঁধা নিয়ম নেই, এই ফটোশুট যেন আবারও সেটাই প্রমাণ করল। ‘হার্পার’স বাজার ইন্ডিয়া’র জুন-জুলাই ২০২৫ সংখ্যার ফটোশুটে ৫৯ বছর বয়সী এই ফিটনেস আইকন হাজির হয়েছেন একদম নতুন রূপে।