বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের (এফডিসিবি) পরিচালনায় রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে চলছে ‘খাদি উৎসব ২০২৪’। গতকাল শুক্রবার শুরু হওয়া দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পের এই প্রদর্শনী আজ শনিবার সন্ধ্যায় ফ্যাশন শোর মধ্য দিয়ে শেষ হবে।

মাটির টেপা পুতুল থেকে শখের হাঁড়ি, বেতের আসবাব থেকে বাঁশের বাঁশি, রঙিন সুতার বুননে তৈরি হাতপাখা আর পাটের আসবাব, পটে আঁকা জলছবি, শীতল পাটি, দেশীয় গয়না আর কাঠের তৈরি সরঞ্জাম, গ্রামীণ কিংবা শহুরে সব রকম দেশীয় শিল্প-সংস্কৃতির এক মিলনমেলা এই উৎসব।
সকাল ১০টা থেকেই চলছে নানা শিল্প প্রদর্শনী। আর দুই দিনই রয়েছে ফ্যাশন শো। প্রথম দিন রানওয়েতে তুলে ধরা হয় ৯ ডিজাইনারের পোশাক। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী।
তাঁরা হলেন জাকিয়া, মায়শা, আবির ও তাজবির। আরও ছিলেন ফাইজা আহমেদ, তেনজিং চাকমা, আফসানা ফেরদৌসী, ইমাম হাসান, ও সাদিয়া রশিদ চৌধুরী। দুজন ভারতীয় ফ্যাশন ডিজাইনার ইবালারিহুন ও অভিষেক রায়ের নকশা করা পোশাকও ছিল।
তাঁদের প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন জেলার তাঁতিদের তাঁতে বোনা শুদ্ধ খাদি কাপড়ে যুক্ত করেছেন নিজস্ব ভাবনা। সেখানে ছিল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ।
আজ ২০ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ফ্যাশন শো-তে প্রদর্শিত হবে আরও ৯ ডিজাইনারের তৈরি খাদি কাপড়ের পোশাক। তাঁরা হলেন শৈবাল সাহা, চার্লি, মাহিন খান, শাহরুখ আমিন, কুহু, নওশীন খায়ের, সায়ন্তন সরকার, লিপি খন্দকার ও চন্দনা দেওয়ান। শিল্প প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত হলেও ফ্যাশন শোটি কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য।