পূজার সাজে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, দেখুন ৮টি ছবি
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী প্রথমবারের মতো পূজার সাজে এলেন ‘নকশা’র প্রচ্ছদে। তাঁর প্রতিটি সাজেই ছিল টেকসই নকশার ছোঁয়া।
জীবনযাপন ডেস্ক
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সাজে আরাম, স্বকীয়তা আর স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া হয়েছেদেশীয় উপকরণে তৈরি পোশাক আর হালকা সাজে এসেছে পূজার আমেজ
বিজ্ঞাপন
পূজার সাজে তাজা ফুলের গয়না এনেছে ভিন্নমাত্রানকশার বিশেষ আয়োজনে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর জন্য পোশাকগুলোর নকশা করেছেন ‘মানাস’–এর ডিজাইনার ফায়জা আহমেদ
বিজ্ঞাপন
মন্দিরা চক্রবর্তী পূজায় শাড়ি পরতেই বেশি ভালোবাসেনআরাম আর ঐতিহ্যে পূজার সাজশাড়ির পাশাপাশি আধুনিক পোশাকেও পূজায় সাজতে পারেনপূজার দিনগুলোয় ফ্যাশনের পাশাপাশি আরামও চলুক