মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪

লালগালিচায় কারা এলেন লালচে পোশাকে

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। ২৩ মে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে জমজমাট হয়ে ওঠে লালগালিচা। আয়োজনে কোন তারকারা এসেছিলেন লালচে পোশাকে, চলুন একঝলকে দেখে নেওয়া যাক।

অভিনেত্রী পূজা চেরীর বডি কন ড্রেসের সঙ্গে ছিল লম্বা ট্রেইল। ট্রেইলটি তৈরিতে প্রায় ৩০০ ফুট কাপড় লেগেছে। পোশাকটি যৌথভাবে তৈরি করেছেন দেশীয় ব্র্যান্ড নিকাহর কিবরিয়া ও রাতুল। লাল পোশাকের ট্রেইলজুড়ে ছিল গোলাপের নকশা
ছবি: নকশা
শাড়িটি অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মায়ের। পরেছিলেন সাবেকি ধাঁচের গয়না। দুই হাতে ছিল আলতা দিয়ে আঁকা সূর্য। খোলা ঢেউখেলানো চুলের সঙ্গে সাজ ছিল ছিমছাম
লাল টুকটুকে শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। শাড়িটি নিজেই নকশা করেছেন বিন্দু। কানে পরেছিলেন লাল পাথর আর মুক্তার গয়না। বিন্দুর শাড়ির রং, গয়না থেকে মেকআপের পুরো সাজের দায়িত্বে ছিলেন স্টাইলিস্ট মাহমুদুল হাসান মুকুল। হাতে পরেছিলেন কারতিয়ের ব্র্যান্ডের ঘড়ি
ছিমছাম সাজে এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। পরেছিলেন কফি রঙের শাড়ি, সঙ্গে ছিল লালচে রঙের হাতাকাটা ব্লাউজ। সোনালি রঙের গয়না পরেছিলেন। নিজেই সেজেছেন সুনেরাহ্
অভিনেত্রী নিশাত প্রিয়ম পরেছিলেন তাসমিত আফিয়াতের নকশা করা পোশাক। স্কার্টে ছিল শাড়ির আদলে কুঁচি। পোশাকটি পূর্ণতা পেয়েছে কেপের ব্যবহারে
টিকটকার শামীমা আফরিন অমি পরে এসেছিলেন লাল রঙের শাড়ি। চুল ছিল খোলা, সাজ ছিল হালকা। গয়নাও ছিল ছিমছাম