ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’ সিরিজে অভিনয় করে নজর কেড়েছিলেন পূজা সিং। যদিও বলিউডের দুনিয়ায় তিনি নিজেকে ‘সানভিকা’ বলে পরিচয় দেন, তবু ভক্তরা তাঁকে ‘রিংকি’ ডাকতেই ভালোবাসেন। ‘পঞ্চায়েতে’ রিংকি চরিত্রে অভিনয় করেই রীতিমতো ভারতের ‘জাতীয় ক্রাশ’ হয়ে উঠেছেন তিনি। সিরিজে তাঁকে গ্রামের সাদাসিধে মেয়ে হিসেবে চোখে পড়ে, যেন পাশের বাড়ির মেয়েটি। আজ এই অভিনেত্রীর কিছু ‘গ্ল্যামারাস লুক’ দেখার পাশাপাশি জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।
