ঈদ আসছে। এ সময় যতই ব্যস্ততা থাকুক না কেন, বাড়ির নতুন বউয়ের সাজপোশাকের দিকে সবার একটা আলাদা নজর থাকেই। বিয়ের পরের ঈদে তাই নতুন বউয়ের সাজপোশাকে খানিকটা উৎসবের ভাব থাকা জরুরি। ঈদের এ সময় নববধূর সাজ নিয়ে এই আয়োজন...
জীবনযাপন ডেস্ক
সোনালি গয়না, গাঢ় রঙের শাড়ি, হালকা বেজ, উজ্জ্বল লিপস্টিক ও চোখে কাজলের ছোঁয়ায় নতুন বউয়ের ঈদের সাজ হতে পারে নজরকাড়া
বিজ্ঞাপন
লাল শাড়িতে ফুটে উঠতে পারে নববধূর সৌন্দর্য। ফাউন্ডেশনের ওপর হালকা কনট্যুর করা যেতে পারে। যেহেতু সাজ রাখতে হবে হালকা, তাই লুজ পাউডার দিয়ে সেটা সেট করে নিতে পারেন
বিজ্ঞাপন
রাতের জন্য মানানসই সাজ পারে এ রকমবিয়েপরবর্তী সময়ে বেছে নিতে পারেন এ ধরনের উজ্জ্বল শাড়ি। কাতানের সঙ্গে ঐতিহ্যবাহী গয়নায় আসবে উৎসবের আমেজযাঁরা সোনার গয়না পরতে চান না, তাঁরা রুপা বা ধাতব গয়না বেছে নিতে পারেন। গলায় থাকতে পারে চোকার, হাঁসুলি বা লকেট চেইন