Thank you for trying Sticky AMP!!

দাঁতের ব্যথা শীতে কেন বাড়ে?

দাঁত ঝকঝকে রাখতে সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে
প্রশ্ন

দাঁতের ব্যথা শীতে কেন বাড়ে? আমার একটা দাঁতে ক্যাপ পরানো হয়েছিল অনেক দিন আগে। কিন্তু এখন কিছু খেলে ওই দাঁতের ফাঁকে খাবার বা আঁশ আটকে যায়। এরপর ব্যথা করে। এ থেকে মুক্তির উপায় কী?—সোয়াইব, নারায়ণগঞ্জ

শীতকালে তাপমাত্রার তারতম্যের কারণে দাঁতের গঠনগত কিছু পরিবর্তন হয়। তাতে দাঁতে ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়। সে কারণে শীতকাল এলে দাঁত শিরশির করে। এই ফাটলের জন্য এমনিতে কোনো সমস্যা নেই। এ সমস্যা থেকে মুক্তি পেতে শীতকাল এলে যেকোনো ডিসেনসেটাইজিং পেস্ট ব্যবহার করাই যথেষ্ট। আপনার দ্বিতীয় সমস্যার সমাধান হলো ক্যাপ পরিবর্তন। সাধারণত ১০ বছর হয়ে গেলে ক্যাপ পরিবর্তন করতে হয়। এ ছাড়া এখন আপনি খাবার খাওয়ার পর ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন। দাঁত ব্রাশ করার মাঝে ইন্টার ডেন্টাল ব্রাশ দিয়ে পরিষ্কার করে আবার সাধারণভাবে ব্রাশ করে মাড়ি ম্যাসাজ করবেন দিনে দুবার দুই মিনিট সময় ধরে। সবচেয়ে ভালো হয় কোনো ডেন্টাল সার্জন দিয়ে চেকআপ করিয়ে নিলে।

পরামর্শ দিয়েছেন—ডা. কাজী রুমানা শারমীন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, ল্যাবএইড হাসপাতাল, ধানমন্ডি

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: adhuna@prothomalo.com

ফেসবুক পেজ: fb.com/adhuna.pa

ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫