ছবিতে দেখুন বিশ্বজুড়ে চান্দ্র নববর্ষ উদ্‌যাপন

চীন ও পূর্ব এশিয়াসহ বিশ্বের অনেক দেশে চীনা চান্দ্র নববর্ষ ২০২৩ উদ্‌যাপন শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে। এই উদ্‌যাপন চলছে আত্মীয়স্বজনের সঙ্গে ভোজ, কুচকাওয়াজ দেখা এবং নতুন বছরে সমৃদ্ধির জন্য প্রার্থনার মধ্য দিয়ে। চীনা রীতি অনুযায়ী এ বছর খরগোশবর্ষ। ওই রীতি অনুযায়ী বলা হয়, এ বছর পৃথিবীতে আসা শিশুরা হবে ভবিষ্যতের নেতা। অন্য সবার ভবিষ্যৎ নির্ভর করবে তাদের ওপর। বিশ্বজুড়ে চীনা নববর্ষ উদ্‌যাপনের ছবি তুলে ধরা হলো এখানে।

১.

হংকংয়ের চে কুং মন্দিরের সামনে উৎসবের আমেজে মানুষ।
ছবি: এএফপি

২.

ব্যাংককে কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঐতিহ্যবাহী সিংহ ও ড্রাগন ড্যান্সাররা।

৩.

উত্তর কোরিয়ায় মানুষ চীনা নববর্ষ শুরু করেছেন সাবেক রাষ্ট্রপতি কিম ইল সং ও কিম জং ইল-এর ভাষ্কর্যে পুষ্পাঞ্জলি দিয়ে।

৪.

ইন্দোনেশিয়ায় ঐতিহ্যবাহী বাঘের নাচ দেখছেন মানুষজন।

৫.

বন্দী পাখি উন্মুক্ত করে নতুন বছর শুরু করেছেন অনেকে।

৬.

মিয়ানমারে ভক্তিভরে পূজায় ব্যস্ত ভক্তরা।

৭.

চীনা নববর্ষ উপলক্ষে জাপানে অনুষ্ঠিত হয়েছে বিখ্যাত ‘ড্রাগন প্যারেড’।

৮.

ফিলিপাইনে ড্রাগনের নাচ উপভোগ করছেন দর্শনার্থীরা।

৯.

চীনা নববর্ষ উপলক্ষে লন্ডনের চায়নাটাউন সেজেছিল লাল রঙে।

১০.

আতশবাজির আলো ও শব্দে মুখরিত ছিল ইন্দোনেশিয়ার জাভা শহর।

১১.

বিখ্যাত ড্রাগন প্যারেডের অংশ হয়েছেন লন্ডনবাসীরাও।

১২.

তাইওয়ানের লুংসান মন্দিরে ড্রাম বাজিয়ে চীনা নববর্ষকে বরণ করছেন মন্দিরের পুরোহিত।

১৩.

মৃত আত্মীয়স্বজনদের মঙ্গল কামনার্থে নববর্ষের রাতে অর্ঘ্য পোড়াচ্ছেন চীনা লোকেরা।

১৪.

চীনা নববর্ষের উদ্‌যাপনে টোকিওর জোজোজি মন্দির সেজেছিল লাল রঙে।

১৫.

মৃত আত্মীয়স্বজনদের মঙ্গল কামনার্থে অর্ঘ্য পোড়ানোতে ব্যস্ত লোকজন।