বছরে একবারই দেখা যায়, এমন এক বিশেষ উল্কাবৃষ্টি হলো পারসিয়েডস উল্কাবৃষ্টি। সাধারণত প্রতিবছর মাঝ–আগস্টেই দেখা যায় আকাশে। এর নামকরণ হয়েছে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল থেকে। কারণ, উল্কাগুলোকে মনে হয় ওই নক্ষত্রমণ্ডল থেকেই ধেয়ে আসছে। আদতে এসব হলো ধূমকেতু সুইফট টার্টলের রেখে যাওয়া ধুলিকণা, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে জ্বলে ওঠে। এ বছর এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ১২ ও ১৩ আগস্ট। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে এই উল্কাবৃষ্টি দেখা যাবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এর সবচেয়ে ভালো দৃশ্য দেখা যেতে পারে। এমন উল্কাবৃষ্টির ছবি প্রায়ই প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিভিন্ন সময় তাদের ওয়েবসাইটে প্রকাশিত উল্কাবৃষ্টির ১০টি ছবি থাকল এখানে।
