দেখুন উল্কাবৃষ্টির চোখধাঁধানো ১০টি ছবি

বছরে একবারই দেখা যায়, এমন এক বিশেষ উল্কাবৃষ্টি হলো পারসিয়েডস উল্কাবৃষ্টি। সাধারণত প্রতিবছর মাঝ–আগস্টেই দেখা যায় আকাশে। এর নামকরণ হয়েছে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল থেকে। কারণ, উল্কাগুলোকে মনে হয় ওই নক্ষত্রমণ্ডল থেকেই ধেয়ে আসছে। আদতে এসব হলো ধূমকেতু সুইফট টার্টলের রেখে যাওয়া ধুলিকণা, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে জ্বলে ওঠে। এ বছর এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ১২ ও ১৩ আগস্ট। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে এই উল্কাবৃষ্টি দেখা যাবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এর সবচেয়ে ভালো দৃশ্য দেখা যেতে পারে। এমন উল্কাবৃষ্টির ছবি প্রায়ই প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিভিন্ন সময় তাদের ওয়েবসাইটে প্রকাশিত উল্কাবৃষ্টির ১০টি ছবি থাকল এখানে।

পারসিয়েডস উল্কাবৃষ্টি, ওয়েস্ট ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র ২০১৬
ছবি: নাসা
পারসিয়েডস উল্কাবৃষ্টি উপভোগ করতে হলে আপনাকে শহর থেকে দূরে ফাঁকা জায়গায় যেতে হবে
তিউনিসিয়ায় উল্কাবৃষ্টি, ২০২২
২০২৪ সালের আগস্টে অরোরা বা মেরুজ্যোতির সঙ্গে উল্কাবৃষ্টিরও দেখা মিলেছে জার্মানিতে
যুক্তরাজ্যের ওয়াল্টশায়ার কাউন্টিতে অবস্থিত দুনিয়ার এক অমীমাংসিত রহস্যের নাম স্টোনহেঞ্জ, সেখানেই ধারণ করা হয়েছে এই উল্কাবৃষ্টির মুহূর্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি, ২০২৪
পর্তুগালে পারসিয়েডস উল্কাবৃষ্টি, ১২ আগস্ট ২০২১
চিলির আতাকামা মরুভূমিতে লিরিড উল্কাবৃষ্টি, ২৭ এপ্রিল ২০১৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি, ২০১৫
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি, ২০১৬