রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আমার বয়স ১৪ বছর। ছোটবেলা থেকেই লক্ষ করছি, আমার কানে সব সময়ই শক্তভাবে ময়লা জমাট বেঁধে থাকে। অনেক চেষ্টা করেও তা বের করতে পারিনি। কী করলে সেসব জমে থাকা ময়লা সহজে বের করা যাবে?—আঁখি, ঢাকা
কানে ময়লা জমা সব মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা। এটি যেমন নিজে নিজে তৈরি হয়, তেমনি (কথা বলা ও খাওয়ার প্রয়োজনে নিচের চোয়ালের নড়াচড়ার সঙ্গে) নিজে নিজে বেরও হয়ে যায়।
যদি কানে কটনবাড বা অন্য কিছু ব্যবহারের মাধ্যমে এই ময়লা বের হয়ে আসার রাস্তায় কোনো বাধা সৃষ্টি করা হয়, তখন স্বাভাবিকতার ব্যত্যয় ঘটে। কটনবাডের ধাক্কায় কিছু অংশ ভেতরের দিকে ঢুকে গিয়ে আটকে যায়। পরবর্তীকালে নতুন উৎপন্ন ময়লা বা খইল, আগের আটকে যাওয়া অংশের গায়ে জমতে জমতে পুরো কান বন্ধ করে ফেলে। কারও কারও জন্মগতভাবে বহিঃকর্ণ সংকীর্ণ বা সরু থাকলেও খইল আটকে যাওয়ার প্রবণতা দেখা যায়।
তাই কানে কটনবাড বা অন্য কিছু ব্যবহার করবেন না। অলিভ অয়েল ব্যবহার করে দেখতে পারেন। এই তেল প্রয়োজন অনুযায়ী দিনে ২ থেকে ৩ বার (৪-১০ ফোঁটা) ৭ থেকে ১৪ দিন ব্যবহার করে দেখুন। নিয়মিত চুইংগাম চিবোলেও ময়লা নরম হয়ে বের হয়ে যায়। এতে ইতিবাচক ফল না পেলে নাক–কান–গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. মোস্তফা কামাল আরেফিন, নাক-কান-গলা বিশেষজ্ঞ, কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫