Thank you for trying Sticky AMP!!

পিরিয়ড শুরু হলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত থাকে, কী করতে পারি?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রশ্ন

আমি বিবাহিত। দুটি সন্তান আছে। জন্মবিরতিকরণ হিসেবে ত্বকের নিচে কাঠি দেওয়া আছে। এর মেয়াদ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে। পিরিয়ড শুরু হলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত থাকে, ৮ দিন ভালো থাকার পর আবার শুরু হয়। গত এক মাসে তিনবার পিরিয়ড হয়েছে। এমন অনিয়মিত পিরিয়ডের সমাধান কী?—নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

আপনার জন্মবিরতিকরণ পদ্ধতির জন্য এমন হচ্ছে। আপনি কাঠি খুলে ফেলুন ও অন্য কোনো পদ্ধতি ব্যবহার করুন। জরায়ু বা ডিম্বাশয়ে কোনো সমস্যা আছে কি না, তা দেখতে একটা তলপেটের আলট্রাসাউন্ড করে নিন।

পরামর্শ দিয়েছেন—ডা. ফারজানা শারমিন, সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫