নখের জটিল সমস্যা দেখা দিলে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া ভালো
নখের জটিল সমস্যা দেখা দিলে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া ভালো

নখের এক পাশ থেকে ত্বক কিছুটা আলাদা হয়ে গেছে, কী করি

পাঠকের এই প্রশ্নটির বিষয়ে পরামর্শ দিয়েছেন চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো. কামরুল হাসান চৌধুরী। তিনি ল্যাবএইড লেজার অ্যান্ড অ্যাস্থেটিক লাউঞ্জের (ল্যাবএইড আইকনিক, কলাবাগান) কনসালট্যান্ট।

প্রশ্ন: আমি একজন ছেলে, বয়স ১৫ বছর। আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের এক পাশ ত্বক থেকে প্রায় শূন্য দশমিক ৩ সেন্টিমিটার আলাদা হয়ে গেছে। বারবার নখ কাটার পরও অংশটি ত্বকের সঙ্গে মিশছে না। আগে ব্যথা করত। বাকি অংশ ভেতর থেকে একটু শুকিয়ে ত্বকের সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি মিশে যাচ্ছে, যেন কিছুদিন পর খুলে যাবে। মাঝেমধ্যে এখানে একটু রক্তও জমা হয়। এ ছাড়া আর কোনো সমস্যা নেই। আমার এখন করণীয় কী?

নাজমুল হাসান রাফসান, কিশোরগঞ্জ

উত্তর: আসলে না দেখে ত্বকের কোনো চিকিৎসা করা যায় না। একটা ছবি পাঠালে ভালো হতো। আপনি এখানে কোনো দিন ব্যথা পেয়েছেন কি না, বা এ পর্যন্ত কোনো চিকিৎসা করিয়েছেন কি না, সেটা আমাদের বলেননি। যেহেতু ত্বক সুস্থ হয়ে যাচ্ছে, সে কারণে আপনাকে অবশ্যই দিনে দুই থেকে তিনবার ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। গোসল করার আগে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে, তাহলে অবশ্যই সেই খাবারগুলো বাদ দেবেন। অনেক সময় ভিটামিন ডির ঘাটতির কারণে আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। যেহেতু ওখানে রক্ত জমাট বাঁধার একটা সমস্যার কথা আপনি বলেছেন, এ কারণে আমি মনে করছি, অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত।