জ্বরের লক্ষণগুলো ডেঙ্গুর মতো, কিন্তু রিপোর্ট বলছে নেগেটিভ, কী করব

পাঠকের প্রশ্নটির পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. জুবায়ের আহমদ

জিজ্ঞাসা : আমার স্বামীর তিন দিন ধরে টানা জ্বর। ডেঙ্গু পরীক্ষা করেছি, নেগেটিভ এসেছে, কিন্তু জ্বরের লক্ষণগুলো ডেঙ্গুর মতো মনে হচ্ছে। এই অবস্থায় কী করা উচিত, জানালে উপকৃত হব।

মার্জিয়া মুন, দক্ষিণ বাড্ডা, ঢাকা

পরামর্শ : ডেঙ্গুর ক্ষেত্রে পরীক্ষা করানোর সময়টা জরুরি। ঠিক সময়ে পরীক্ষা না করানো হলে অনেক সময় ফল নেগেটিভ আসতে পারে। সুতরাং ফল নেগেটিভ এসেছে মানেই ডেঙ্গু হয়নি, এটি বলা যায় না। আবার আজকাল ডেঙ্গু জ্বরের উপসর্গে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। তাই দ্রুত আপনার স্বামীকে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। সময়ক্ষেপণ না করাই ভালো। ডেঙ্গু না হলেও টাইফয়েড, নিউমোনিয়া বা ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণসহ অন্য কোনো কারণে জ্বর হতে পারে। চিকিৎসক ব্লাড কালচারসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেবেন। সে অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। আগেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করাবেন না।