স্বাস্থ্য জিজ্ঞাসা

চোখে কম দেখার কারণে কি মাথাব্যথা হতে পারে?

প্রশ্ন: চোখে কম দেখার কারণে কি মাথাব্যথা হতে পারে? আমার বয়স ২৭ বছর, চোখে কম দেখি কি না, বুঝি না। দেখতে সেভাবে কখনো কোনো সমস্যা হয়নি। তাই ডাক্তারের কাছেও যেতে হয়নি। তবে আজকাল মাঝেমধ্যে মাথাব্যথা করে।

সানি, রূপপুর, পাবনা।

উত্তর: হ্যাঁ, চোখে কম দেখার কারণে মাথাব্যথা হতে পারে। তবে মাথাব্যথার নানা কারণ আছে। যেমন মাইগ্রেন, সায়নোসাইটিস, উচ্চ রক্তচাপ। এর বাইরে চোখের পাওয়ারের সমস্যা, গ্লুকোমা, কম্পিউটার-মোবাইল স্ক্রিনে অতিরিক্ত সময় কাজ করলেও মাথাব্যথা হতে পারে। সে জন্য চোখ পরীক্ষা করা জরুরি।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সৈয়দ একে আজাদ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।