পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট ডা. শংকর নারায়ণ দাস
প্রশ্ন: আমার পায়ে একটি বিড়াল আঁচড় দিয়েছে। রক্তপাত হয়নি। তবে আঁচড়ের সাদা দাগ দেখা যাচ্ছে। কয়েকবার সাবান দিয়ে পরিষ্কার করেছি এবং প্রবহমান পানিতে পা ধুয়েছি। আমার কি টিকা নিতে হবে? বিড়ালটি বাসার আশপাশেই থাকে। বিড়ালটি র্যাবিশে আক্রান্ত কি না, কীভাবে বুঝব? বিড়ালটির যদি র্যাবিশ না থাকে তাহলে কি টিকা নেওয়া আবশ্যক?
তাসনিম জান্নাত
পরামর্শ: বিড়ালের আঁচড় বা কামড়ের ক্ষেত্রে ক্ষতস্থানের গভীরতা গুরুত্বপূর্ণ। আঁচড়ের ফলে যদি রক্তপাত হয়, তাহলে রক্তের সঙ্গে জীবাণুর সংস্পর্শ ঘটে। তখন টিকা নেওয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণের দরকার হয়। আপনার যেহেতু রক্তপাত হয়নি এবং আঁচড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সাবান-পানি দিয়ে পরিষ্কার করেছেন, সুতরাং ভয়ের কিছু নেই। টিকা নেওয়ারও দরকার আছে বলে আপাতত মনে হচ্ছে না।
বিড়াল র্যাবিশে আক্রান্ত কি না, বোঝার জন্য কতগুলো লক্ষণ আছে। বিড়ালের আচরণে পরিবর্তন আসবে, আগ্রাসী হয়ে উঠবে। ঘন ঘন শ্বাস নেওয়া, মুখ দিয়ে লালা ঝরা বা গলার স্বরে পরিবর্তন আসা প্রভৃতি লক্ষণ প্রকাশ পেলে বুঝবেন বিড়াল র্যাবিশে আক্রান্ত। আর র্যাবিশে আক্রান্ত বিড়াল সাধারণত বেশি দিন বাঁচে না। যদি মোটামুটি ৮-১০ দিন সুস্থ থাকে, তাহলে বুঝতে হবে বিড়াল র্যাবিশে আক্রান্ত ছিল না।