জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

রাশিফল

মানসিক দিক থেকে তীক্ষ্ণ ও পর্যবেক্ষণশীল থাকবে কোন রাশির জাতক

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

  • এ সপ্তাহের রাশিফল (২২ নভেম্বর—২৮ নভেম্বর ২০২৫)

মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)

মেষ রাশি

এ সপ্তাহে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর তাগিদ খুব স্পষ্ট। দূরে ভ্রমণ, বিদেশ–সংযোগ, নতুন কোর্সে ভর্তি হওয়া বা কোনো গুরুতর বিষয় নিয়ে গভীরভাবে জানার প্রবণতা বাড়বে। ভেতরে–ভেতরে এমন এক অস্থিরতা তৈরি হবে, যা আপনাকে বড় কোনো পরিবর্তনের দিকে ঠেলে দেবে।
পারিবারিক দিক থেকে এই সময়ে দায়িত্ব বাড়বে। পরিবারের কারও মতামত বা প্রয়োজন আপনাকে গুরুত্ব দিতে হবে। একই সময়ে কর্মক্ষেত্রেও চাপ বাড়তে পারে। যার ফলে নিজের সুবিধামতো সময় বের করা কঠিন হতে পারে। তাই সপ্তাহের মাঝামাঝি থেকেই রুটিন ঠিক করে নেওয়া জরুরি।
অর্থনৈতিক অবস্থায় স্থিরতা থাকবে, তবে এমন কিছু খরচ হঠাৎ এসে যেতে পারে যেগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন না—যেমন বাড়ির প্রয়োজন, পড়াশোনা বা ভ্রমণজনিত ব্যয়। তাই এই সপ্তাহে একটু হিসেবি থাকা ভালো।
আপনার আবেগ অন্য সময়ের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠবে। প্রিয়জনের ছোট কথাও আপনার মনে লাগতে পারে, আবার নিজের কথাও হয়তো কঠিন শোনাতে পারে। সম্পর্ক শান্ত ও নিরাপদ রাখতে হলে একটু ধৈর্য রাখতে হবে। বিশেষ করে ঘনিষ্ঠ মানুষের সঙ্গে কথাবার্তায় নরম থাকা জরুরি।
যাঁরা ক্যারিয়ারের নতুন পথে যেতে চাইছেন, তাঁদের জন্য সপ্তাহের শেষ ভাগ অনুকূল। মনোযোগ, দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস একই সঙ্গে কাজ করবে। আর যাঁরা প্রেমে আছেন, তাঁদের জন্য এই সময় অনুভূতি গভীর হওয়ার।

বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)

বৃষ রাশি

আপনার অন্তর্দৃষ্টি অস্বাভাবিকভাবে জোরালো থাকবে এই সময়ে। কোন কাজ আপনার উপকারে আসবে, কোন সম্পর্ক থেকে আপনি দূরে থাকবেন, কোন সিদ্ধান্ত এখন নেওয়া উচিত—এসব বিষয়ে মনে নিজে থেকেই দিশা পেতে থাকবেন।
হোক তা ব্যক্তিগত সম্পর্ক বা কাজের সহযোগিতা, পার্টনারশিপে কিছু টানাপড়েন দেখা দিতে পারে। ভুল–বোঝাবুঝি বা অতিরিক্ত প্রত্যাশা থেকে কথাবার্তা জটিল হয়ে উঠতে পারে। সম্পর্কটাকে রক্ষা করতে চাইলে মন খুলে কথা বলা, স্পষ্টভাবে নিজের চাওয়া–পাওয়া জানানো খুব জরুরি। আপনি নরম সুরে এগোলে অপর পক্ষও সহজ হবে।
অর্থের ক্ষেত্রে চাপ অনুভূত হতে পারে। বিশেষ করে এমন কিছু খরচ সামনে আসতে পারে, যা আপনি আগে থেকে ভাবেননি। তাই সপ্তাহের শুরুতেই অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
আপনার গুরুত্বপূর্ণ ফোকাস হয়ে উঠবে স্বাস্থ্য। শরীরের ছোট সংকেতগুলোকেও এড়িয়ে যাবেন না। বিশেষ করে ঘুম, হজম ও মানসিক চাপ–সম্পর্কিত বিষয়গুলো। একান্ত প্রয়োজন না হলে দীর্ঘ সময় ধরে মানসিক বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। রুটিনে একটু বিশ্রাম রাখলে পুরো সপ্তাহটাই অনেক মসৃণ যাবে।
মানসিকভাবে এই সময় আপনাকে গভীর চিন্তাশীল ও একটু অন্তর্মুখী করে তুলতে পারে। তবে এই গভীরতা থেকেই নতুন বোধ, নতুন উপলব্ধি জন্ম নেবে, যা আপনার আগামী সিদ্ধান্তগুলোকে দৃঢ় করবে।

মিথুন রাশি (২২ মে–২১ জুন)

মিথুন রাশি

এ সপ্তাহে আপনার প্রধান ফোকাস হয়ে উঠবে কর্মক্ষেত্র। কাজের চাপ আগের তুলনায় বেশি হলেও, আপনার তীক্ষ্ণ বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি সামলানোর দক্ষতা সহকর্মীদের নজর কাড়বে। দায়িত্ব বাড়তে পারে, তবে তার সঙ্গে স্বীকৃতিও মিলবে।
হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে কারও সাহায্য জরুরি হয়ে উঠবে—হতে পারে সিনিয়র, সহকর্মী বা পারিবারিক কোনো মানুষ। আপনার স্বভাবগত নমনীয়তা এই জায়গায় কাজে লাগবে। মনে রাখবেন, এই সপ্তাহে ‘সহযোগিতা’ শব্দটাই আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র।
দৈনন্দিন জীবনে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতেই হবে। শরীর যেন বারবার সংকেত পাঠাবে। অতিরিক্ত দৌড়ঝাঁপ কমানো, নিয়মিত ঘুম, খাবারের সময় ঠিক রাখা এবং অপ্রয়োজনীয় স্ট্রেস এড়িয়ে চলা জরুরি। যাঁরা অনিয়মিত ঘুম বা খাবার অভ্যাসে ভোগেন, তাঁদের জন্য এই সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।
এ ছাড়া পেটব্যথা, মাথাব্যথা বা অতিরিক্ত ক্লান্তির মতো স্বাস্থ্য ইস্যুতে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই ওয়ার্ক লাইফ ব্যালান্স ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে আপনি বেশ তীক্ষ্ণ ও পর্যবেক্ষণশীল থাকবেন। ছোট ছোট বিষয়ও ধরতে পারবেন, যা কাজকে আরও সহজ করবে। তবে একই সঙ্গে একটু অধৈর্য বোধ হতে পারে। তাই কথাবার্তায় নরম থাকা জরুরি, বিশেষ করে ঘরের মানুষের সঙ্গে।

কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)

কর্কট রাশি

আপনার ব্যক্তিত্ব যেন নতুন আলোয় ফুটে উঠবে। আপনি যেখানে যাবেন, আপনার আচরণ, আত্মবিশ্বাস এবং উপস্থিতি নিজেই একটি শক্তিশালী বার্তা দেবে। মানুষ আপনাকে আলাদা করে লক্ষ করবে আর আপনার মতামত বা বক্তব্য আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাবে। নিজের অবস্থান, নিজের সীমা এবং নিজের ক্ষমতা সম্পর্কে আপনি আরও স্পষ্ট ধারণা অর্জন করবেন।
জীবনের বৃহত্তর দর্শন, উচ্চশিক্ষা বা দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে গভীর ভাবনা শুরু হবে। কিছু বিশ্বাস বা মূল্যবোধ পুনর্গঠিত হতে পারে, যা ভবিষ্যতের সিদ্ধান্তকে নতুন দিক দেখাবে। সৃজনশীলতা, প্রেম এবং সন্তানের সঙ্গে সম্পর্ক—এই তিন ক্ষেত্রে তীব্র আবেগ ও উদ্দীপনা কাজ করবে। ফলে অনেকেই নতুন আইডিয়া, নতুন অভিজ্ঞতা বা নতুন সম্পর্কের দিকে আগ্রহ অনুভব করবেন। সপ্তাহের শুরুতে মনোযোগ থাকবে সৃজনশীল ও রোমান্টিক জায়গায়। মধ্যভাগে জীবনের নিয়ম, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ বাড়তে পারে। আর সপ্তাহের শেষ ভাগে সম্পর্কের (ব্যক্তিগত বা কর্মক্ষেত্র) দিকেই ফোকাস যাবে। সামগ্রিকভাবে এটি এমন একটি সময়, যেখানে আপনার নিজস্ব শক্তি বেড়ে যাবে, আর অভ্যন্তরীণ আত্মবিশ্বাস নতুন সিদ্ধান্ত নিতে আপনাকে সাহসী করে তুলবে।

সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)

সিংহ রাশি

চলতি সপ্তাহে জীবনে গভীর পরিবর্তন এবং মানসিক চাপ আপনাকে আরও পরিণত করে তুলবে। ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ রূপান্তর ঘটতে পারে, ফলে কিছু বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। পরিবার, বাড়ি এবং জমিসংক্রান্ত দায়িত্ব বেড়ে যাবে। তাই পরিবারকে সময় দিতে হবে এবং বাড়ির পরিবেশে শান্তি বজায় রাখতে সতর্ক থাকতে হবে। দূর সম্পর্ক বা বিদেশ, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব থাকবে। মানসিক স্থিতিশীলতা এবং অন্তর্দৃষ্টি বাড়বে। সপ্তাহের শুরুতে ঘরের পরিবেশ এবং পারিবারিক বিষয়গুলোর দিকে মনোযোগ বেশি থাকবে, মধ্যভাগে সৃজনশীল ও রোমান্টিক কাজ বা সন্তানের সঙ্গে সময় কাটানো মনোযোগের কেন্দ্র হবে, আর সপ্তাহের শেষ ভাগে দৈনন্দিন কাজ ও দায়িত্বের চাপ বাড়বে।

কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশি

আপনার সম্পর্ক এবং পার্টনারশিপের দিকে বেশি মনোযোগ দিতে হবে এ সপ্তাহে। পুরোনো দৃষ্টিভঙ্গি বা কিছু ভুল–বোঝাবুঝি পরিষ্কার করার সুযোগ আসবে। বন্ধুত্ব ও সামাজিক নেটওয়ার্ক থেকে লাভ এবং সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন সংযোগ বা পুরোনো বন্ধুত্বের পুনরুজ্জীবন ঘটতে পারে। যোগাযোগ, ছোট যাত্রা এবং ভাইবোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্কের বিষয়গুলোতে কিছু চাপ বা উত্তেজনা থাকতে পারে। তাই কথাবার্তা মসৃণভাবে পরিচালনা করা প্রয়োজন।
সপ্তাহের শুরুতে মানসিক ও যোগাযোগের বিষয়গুলো বেশি সক্রিয় থাকবে, মধ্যভাগে পারিবারিক পরিবেশ এবং ঘরের দায়িত্বে মনোযোগ দিতে হতে পারে, আর সপ্তাহের শেষ ভাগে সৃজনশীলতা, প্রেম বা সন্তানের সঙ্গে সময় কাটানো কার্যক্রমে আনন্দ ও ফলপ্রসূ মুহূর্ত মিলবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

তুলা রাশি

আপনার দৈনন্দিন কাজ এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ মনোযোগ প্রয়োজন। নিয়মিত অনুশীলন, সময়মতো কাজ সম্পন্ন করা এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে এ সময়। ক্যারিয়ার ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ এবং দায়িত্ব আসতে পারে, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও দৃঢ় করবে। আর্থিক দিক এবং পরিবারের সঙ্গে সম্পর্ক কিছুটা চাপযুক্ত থাকতে পারে, তাই খরচ ও কথাবার্তা সতর্কভাবে সামলাতে হবে।
সপ্তাহের শুরুতে অর্থ ও পরিবারের বিষয়ে কিছু মনোযোগ থাকবে, মধ্যভাগে যোগাযোগ ও ছোট যাত্রা বা তথ্য বিনিময়ে সময় বেশি লাগতে পারে, আর সপ্তাহের শেষ ভাগে ঘর, পরিবার এবং ব্যক্তিগত পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এটি এমন একটি সময়, যখন কর্ম, অর্থ এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করে এগোতে হবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

বৃশ্চিক রাশি

আপনার ব্যক্তিত্ব এবং উপস্থিতি অত্যন্ত শক্তিশালীভাবে প্রকাশ পাবে পুরো সপ্তাহে। যেকোনো পরিস্থিতিতে নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন। সৃজনশীল কাজ, প্রেম বা সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলো নতুন ধারণা এবং অভিজ্ঞতার পথ খুলবে। ভাগ্য এবং উচ্চশিক্ষাসংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ বাড়বে। ফলে নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি হবে।
সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাস এবং নিজের পরিচয়কে সামনে নিয়ে কার্যক্রম বেশি থাকবে। সপ্তাহের মধ্যভাগে অর্থ, পারিবারিক বিষয় বা ছোট যাত্রাসংক্রান্ত দায়িত্বগুলো বেশি মনোযোগ দাবি করবে। সপ্তাহের সমাপ্তিতে, যোগাযোগ ও নেটওয়ার্কের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সামগ্রিকভাবে এটি এমন একটি সময়, যখন নিজের শক্তি এবং লক্ষ্যকে স্পষ্টভাবে ধরে রাখলে সৃজনশীল এবং ব্যক্তিগত ক্ষেত্রের সফলতা পাওয়া সম্ভব।

ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

ধনু রাশি

এ সপ্তাহে মানসিকভাবে আপনি কিছুটা ক্লান্ত ও গভীর ভাবনার মধ্যে থাকবেন। আত্মসমালোচনা বেড়ে যেতে পারে, তাই নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত হবে না। ঘুম, বিশ্রাম ও স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখুন।
বিদেশ, উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে সংযোগ ও নতুন তথ্যের সন্ধান হবে, যা আপনার জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে। সপ্তাহের শুরুতে মানসিক ভাবনা এবং নিজেকে সময় দেওয়ার প্রয়োজন বেশি থাকবে। শিক্ষা, গবেষণা বা আধ্যাত্মিক বিষয়গুলোতে মনোযোগ ও নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা থাকবে। সপ্তাহের শেষ ভাগে লুকানো তথ্য বা বিষয় প্রকাশ পেতে পারে, যা ব্যক্তিগত সিদ্ধান্ত বা ভবিষ্যতের পরিকল্পনায় সাহায্য করবে। এই সপ্তাহে নিজের অন্তর্মুখী বিশ্লেষণ, স্বাস্থ্যসচেতনতা এবং জ্ঞানচর্চা সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)

মকর রাশি

আপনার সামাজিক জীবন এবং বন্ধুত্বের ক্ষেত্রটি বিশেষভাবে সক্রিয় থাকবে এই সময়। নতুন পরিচয় বা পরিচিতির মাধ্যমে নেটওয়ার্ক বাড়ানোর সুযোগ আসছে। যাঁরা দীর্ঘদিন ধরে বন্ধুত্ব বা সহযোগিতার প্রয়াস চালাচ্ছিলেন, তাঁদের জন্য ইতিবাচক ফল মিলবে।
পুরোনো কোনো পরিকল্পনা বা প্রকল্প পুনরায় জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব উদ্যোগ আগের দিকে এগোয়নি, সেগুলো আবার নতুন ভাবনা এবং উৎসাহের সঙ্গে সামনে আসতে পারে। কাজের জায়গায় বা সামাজিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের জন্য এটি ভালো সময়।
আর্থিক দিক থেকেও পরিস্থিতি অনুকূল। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত নতুন উৎস থেকে অর্থ আসতে পারে বা বিদ্যমান আয় বাড়ার সুযোগ থাকবে। তবে বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সূক্ষ্ম বিবেচনা করা জরুরি।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশি

এ সপ্তাহে অর্থ এবং পরিবারের দায়িত্ব সবচেয়ে বেশি মনোযোগ দাবি করবে। ব্যয় ও সংরক্ষণে সাবধান থাকা প্রয়োজন। স্বাস্থ্য ও দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিলে দীর্ঘমেয়াদি উপকার পাওয়া সম্ভব। ক্যারিয়ার ও পেশাগত দায়িত্বে চাপ থাকলেও, এটি আপনার দক্ষতা ও কার্যক্ষমতা দেখানোর সুযোগ হিসেবে কাজ করবে। সপ্তাহের শুরুতে অর্থ ও পরিবারসংক্রান্ত বিষয়গুলোতে মনোযোগ বেশি থাকবে। সপ্তাহের মধ্যভাগে, কর্মক্ষেত্রে উদ্যম এবং পেশাগত চাপ সক্রিয়ভাবে কাজ করবে। সপ্তাহের শেষে কিছু সময় ব্যক্তিগত ও মানসিক শান্তির জন্য নির্জনতা বা বিশ্রামের প্রয়োজন হতে পারে।
পাবলিক রিলেশন, মিটিং অথবা কোনো প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করলে আপনার উপস্থিতি এবং ভাবমূর্তি বিশেষভাবে নজর কাড়বে। মানুষের সঙ্গে আপনার যোগাযোগ এবং প্রভাব বৃদ্ধি পাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

মীন রাশি

মীন রাশির জন্য এই সপ্তাহটি দূরের ভ্রমণ, বিদেশ–সংযোগ, উচ্চশিক্ষা ও গবেষণাধর্মী কাজের দরজা খুলে দিচ্ছে। জীবনের বড় লক্ষ্যগুলোকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার প্রবল আকর্ষণ তৈরি হবে এবং নিজের বিশ্বাস–দৃষ্টিভঙ্গিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কাজের ক্ষেত্রে গভীর বিশ্লেষণ, সৃজনশীল পরিকল্পনা বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রয়োজন এমন জায়গায় ভালো অগ্রগতি মিলবে, এমনকি বিদেশি কোনো সুযোগও হাতে আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট সীমা ও বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সময়। কারও প্রতি অতিরিক্ত আবেগ বা ভরসা দিয়ে রাখা জায়গাগুলো পুনর্মূল্যায়ন করতে হবে। মন অনেক দূর পর্যন্ত ভাবনায় ছুটবে, ফলে আপনি অনেক পরিকল্পনা তৈরি করবেন। তবে অতিরিক্ত চিন্তা বা দ্বিধার কারণে সেগুলোর বাস্তবায়ন দেরি হওয়ার আশঙ্কা আছে। তাই স্থির থাকা ও সময়মতো সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।