জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

এ সপ্তাহের রাশিফল (১২ জুলাই-১৮ জুলাই ২০২৫)

কোন রাশির জাতককে খরচের লাগাম হাতে রাখতে হবে?

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ রাশি

নেতৃত্ব আপনার রক্তে, চ্যালেঞ্জ আপনার কাছে খেলার মাঠে দেখিয়ে দেওয়ার সুযোগ। এ সপ্তাহে কর্মক্ষেত্রে এমন এক সুযোগ আসবে, যেখানে আপনার উদ্যমী মনোভাব ও সোজাসাপটা ভাষা প্রশংসা কুড়াবে। তবে আপনার সহজাত তাড়াহুড়া ও রাগ যদি নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে সাফল্যের মাঝপথেই তৈরি হতে পারে সমস্যা। পারিবারিক পরিসরে আবেগের ভারসাম্য বজায় রাখুন। আপনি যেন ‘মাসুদ রানা’র মতো, কোমলে–কঠোরে মেশানো। সাহসিকতা ও কোমলতার সংমিশ্রণই আপনাকে আলাদা করে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)

বৃষ রাশি

স্থির, রুচিশীল ও ধৈর্যশীল বৃষরা জীবনকে উপভোগ করতে জানেন। নগরজীবনের ভিড়ে একটু আরাম, একটু সৌন্দর্যই তো আপনার প্রকৃত আশ্রয়। এ সপ্তাহে আর্থিক দিক ও পারিবারিক সম্পর্ক আপনার অনুকূলে থাকবে, থাকবে প্রশান্তির ছায়া। স্বাদ-গন্ধে মন ভেসে যেতে চাইবে, আরাম–আয়েশে আসবে একটু বিলাসিতা। উপভোগ করুন, কিন্তু খরচের লাগাম যেন হাতে থাকে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন)

মিথুন রাশি

চঞ্চল, বুদ্ধিদীপ্ত ও কথাবার্তায় পারদর্শী মিথুনেরা নতুন সংযোগ আর তথ্যের আদান–প্রদানে সিদ্ধহস্ত। এ সপ্তাহে আপনার মাথায় আসবে নতুন পরিকল্পনা আর খুলে যাবে পরিচয়ের দরজা। সময়টি গতি ও উদ্দীপনাময়। আপনার চিন্তা যত স্পষ্টভাবে প্রকাশ করবেন, ততই ইতিবাচক সাড়া পাবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু রয়েসয়ে নেওয়া জরুরি। হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে দ্বিধা তৈরি করতে পারে।
তথ্য বিশ্লেষণ ও যোগাযোগের দক্ষতাই হবে এ সপ্তাহে আপনার সাফল্যের চাবিকাঠি।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)

কর্কট রাশি

সংবেদনশীল, আন্তরিক ও গভীর আবেগপ্রবণ কর্কটেরা হৃদয় দিয়ে সবকিছু অনুভব করেন। এ সপ্তাহে আবেগের জোয়ার একটু বেশি থাকবে, তাই কাছের মানুষের সঙ্গে কথাবার্তায় কোমলতা ও সহনশীলতা জরুরি; নইলে সামান্য কথায় ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের মনের ভেতরটা বোঝার চেষ্টা করুন, একটু সময় দিন নিজেকে। ভেতরের শান্তিই আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে এগিয়ে নেবে। এ সপ্তাহে হৃদয়ের ভাষাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি, তবে তা শোনার আগে অনুভব করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)

সিংহ রাশি

আপনার উপস্থিতিই এক আলাদা আলোর মতো কাজ করে। কর্মক্ষেত্র বা সম্পর্ক, যেখানেই হোক না কেন, আপনি সামনে থেকেই নেতৃত্ব দিতে পছন্দ করেন। এ সপ্তাহে সেই সুযোগই পাবেন। তবে নেতৃত্বের মানে একা সিদ্ধান্ত নেওয়া নয়, অন্যের কথা মন দিয়ে শোনার ভেতরেও নেতৃত্ব লুকিয়ে থাকে। নম্রতা আপনাকে আরও উজ্জ্বল করে তুলবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশি

বিশ্লেষণী, পরিকল্পনাপ্রিয় ও শৃঙ্খলাবদ্ধ কন্যারা সব সময় সঠিক লক্ষ্যপূরণে মনোনিবেশ করেন। এ সপ্তাহে আপনার মনোযোগ থাকবে ঠিক তেমনই, পরিকল্পনা, শৃঙ্খলা ও উদ্দেশ্য অর্জন। তবে কাজের চাপের মধ্যে নিজেকে অতিরিক্ত না জড়িয়ে একটু বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিন, তাহলে আরও ভালো ফল পাবেন। সফলতার পথে শৃঙ্খলা বজায় রাখুন, নিজের সুস্থতার কথা ভুলবেন না।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

তুলা রাশি

আপনার জীবনে সবকিছু এক ভারসাম্যের খেলায় বাঁধা। দূরত্ব আর ঘনিষ্ঠতার মাঝখানে, সৌজন্য আর স্পষ্টতার সংযোগে। এ সপ্তাহে নতুন কোনো সম্পর্ক বা পুরোনো বন্ধনে নতুন রং আসতে পারে। তবে ভারসাম্যের খেলা খেলতে গিয়ে নিজের অবস্থান হারাবেন না। সব কথা যেন নিজেরও হয়, অন্যেরও হয়। সম্পর্কের সৌন্দর্যই আপনার শক্তি।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক রাশি

অবিচল, দৃঢ় মানসিকতা ও গভীর বৃশ্চিকেরা সব সময় নিজের অবস্থান স্পষ্ট রাখেন। এ সপ্তাহে আপনি তেমনই কাজ বা সম্পর্ক, সবকিছুতেই নিজের মতামত পরিষ্কারভাবে উপস্থাপন করবেন। তবে নিজের শক্তির পাশাপাশি নমনীয়তাও জরুরি। সম্পর্কগুলোয় টানাপোড়েন এড়াতে অন্যদের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি বুঝে চলা প্রয়োজন। নিজের পথে চলুন, কিন্তু অন্যকেও জায়গা দিন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনু রাশি

উদ্যমী, আবেগপ্রবণ ও অভিযাত্রী ধনু রাশির জাতকেরা সব সময় নতুন কিছু জানতে বা অভিজ্ঞতা অর্জনে আগ্রহী। এ সপ্তাহে আপনার নতুন কিছু শিখতে বা কোথাও যেতে ইচ্ছা করতে পারে। এটি আপনার চিন্তাভাবনায় নতুন দিশা দেবে। কিন্তু কোনো প্রতিকূল পরিস্থিতি এলে ধৈর্য ধরে চলুন। পরিবর্তন ও ভ্রমণ আপনাকে শারীরিক ও মানসিকভাবে চাঙা করবে, তবে শান্ত থাকা প্রয়োজন। নতুনের প্রতি আগ্রহই আপনার শক্তি, তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর রাশি

আপনি পাহাড়ের মতো; স্থির, দৃঢ়, নিরলস। দায়িত্বের ভার আপনি কাঁধে তুলে নেন এমনভাবে, যেন সেটাই জীবন। এ সপ্তাহে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে, কিন্তু মনে আসতে পারে ক্লান্তি। নিজেকে সময় দিন, কাছের মানুষদের সঙ্গ নিন। সাফল্য তখনই পরিপূর্ণ হয়, যখন আপনি তাতে নিজেকে হারিয়ে না ফেলেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশি

আপনি ভবিষ্যতের চিন্তক। আজ যেখানে কেউ পৌঁছায়নি, আপনি সেখানে যাওয়ার কথা ভাবেন। এ সপ্তাহে আপনার চিন্তাজগতে নতুন এক আলো আসবে; তাকে রূপ দিন শব্দে, কাজে। আপনার ভাবনা অন্যদের জানাতে হবে স্পষ্টভাবে, নইলে তা ভুল ব্যাখ্যার শিকার হতে পারে। আপনার আইডিয়াই আপনার শক্তি। তবে সেটা প্রকাশ না করলে, তা কেবল আপনাতেই আটকে থাকবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীন রাশি

হৃদয়ের সব কথা আপনি অনুভব করেন, জোরে বলেন না; এটাই আপনার জাদু। এ সপ্তাহে অনুভূতি তীব্র হবে, তাই নিজেকে সামলে কাজের জায়গায় মন দিন। কেউ কিছু বললেই মন খারাপ নয়; আপনি জানেন, আপনি কে। মনের ভারসাম্যই আপনাকে সাফল্যের ঠিকানায় পৌঁছে দেবে।