ছোট বারান্দাতেও থাকুক সবুজের ছোঁয়া
ছোট বারান্দাতেও থাকুক সবুজের ছোঁয়া

অন্দর

ছোট্ট বাসা, বাগান করব কোথা

ছোট্ট বাড়ির ভেতরেও আনা যায় সবুজের ছোঁয়া।

ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর। একচিলতে বারান্দা। গাছ রাখলে চেয়ার রাখার জায়গা নেই, কাপড় শুকাতে দিলে নেই গাছ রাখার জায়গা। তবে একটু বুদ্ধি খাটালে এর মধ্যেও আনা যায় সবুজের ছোঁয়া।

রাজধানীর আসাদগেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উপসহকারী হর্টিকালচার কর্মকর্তা জান্নাতুল মার্জিয়া বলেন, ছোট র‌্যাক বা তাকজুড়ে ছোট ছোট ক্যাকটাস রাখা যায়। পর্তুলিকা (টাইম ফুল), নয়নতারা—এমন নানা গাছ রাখা যায় বারান্দার গ্রিলজুড়ে। অলকানন্দা বেয়ে উঠতে পারে বারান্দার গ্রিলজুড়ে। সাজানো যায় মানি প্ল্যান্ট বা লতানো অন্য গাছ।

জায়গা বাড়াই

গ্রিলে তাক বানিয়ে রাখতে পারেন গাছ

ছোট বারান্দায় যেটুকু জায়গা পেলেন, সেটিকেই কার্যকরভাবে ব্যবহার করতে পারেন—

• বারান্দার গ্রিলজুড়ে রাখার জন্য প্লাস্টিকের আংটার মতো বাড়তি অংশসমেত টব কিনতে পারেন।

• গ্রিলে এমন তাক লাগাতে পারেন, যা টব রাখার ফ্রেম হিসেবে কাজ করবে। ফ্রেমের ভেতর টব বসান, ফ্রেমের কারুকার্যময় অংশ থেকেও কিছু হালকা টব ঝোলাতে পারেন।

• বারান্দার একাধিক দিকে গ্রিল থাকলে গ্রিলের মাঝে কোণ সৃষ্টি হয়। কোণ বরাবর এক দিকের গ্রিল থেকে আরেক দিকের গ্রিল পর্যন্ত পাত-জাতীয় কিছু আটকে তাতে টব রাখা যায়, পড়ে যাওয়ার ভয় থাকলে গ্রিলের সঙ্গে টব বেঁধে দিন। বারান্দায় কর্নার র‍্যাকে গাছ রাখা যায়।

• কৌশলী হলে গাছ রাখার পরও বারান্দায় কাপড় শুকানোর জায়গা পাওয়া যাবে। এ জন্য বারান্দার একপাশ থেকে অন্যপাশ পর্যন্ত রড বা মোটা দড়িতে গাছ ঝোলাতে পারেন। তাহলে গ্রিল ফাঁকা থাকবে। গ্রিলে বাঁধা দড়িতে কাপড় শুকাতে পারবেন

আরও জায়গা চাই?

লতা বেড়ে উঠতে পারে দেয়াল বেয়ে

• জানালার গ্রিলের ভেতরের দিকেও গাছ রাখতে পারেন।

• হাত ধোয়ার বেসিনের ওপরের দিকে সাবানদানির পাশে একটু জায়গা পেতেই পারেন। ওখানকার দেয়ালে আয়না থাকলে সেটির চারপাশে লতানো গাছ রেখে বেড়ে ওঠার ব্যবস্থা করে দিতে পারেন।

• বাথরুমের কোনায় তাক করে বা আয়নার সীমানা বরাবর লতানো গাছ রাখতে পারেন।

গাছ সাজানোর কায়দাকানুন

• গ্রিলজুড়ে একটির নিচে আরেকটি, এভাবে একই লাইনে বেশ কিছু গাছ, আবার এই লাইনের পাশাপাশিও রাখতে পারেন আরও গাছ। নিষ্প্রাণ গ্রিলে আয়তাকার বা বর্গাকার একটা বাগান হয়ে গেল। চাইলে একদম এক লাইনে একটির নিচে আরেকটি গাছ না রেখে নিচ বরাবর একটু ডানে-বাঁয়ে সরিয়েও রাখতে পারেন। ওপরের গাছের মাটি চুইয়ে পানি পড়তে পারে নিচের দিকের টবে, তাই নরম কাণ্ডের গাছ ওপরের দিকে রাখুন, নিচে রাখলে ওপরের কাদা-পানির প্রবাহে ভেঙে যেতে পারে।

বারান্দার কোনা দিয়েও সাজিয়ে রাখতে পারেন গাছ

• টব ঝোলাতে দড়ি লাগলে মজবুত দড়ি নিন, ভিজলেও যা দুর্বল হবে না। গাছ রাখতে, সাজাতে ও টব আটকাতে—যে কাজেই লাগান, এটি মাথায় রাখুন। প্রয়োজনে একই স্থানে একাধিক দড়ি দিয়ে বাঁধন পোক্ত করুন, যাতে প্রচণ্ড হাওয়া কিংবা বর্ষণে টব ছিঁড়ে না পড়ে।

• মজবুত উপকরণ দিয়ে শিকে তৈরি করে টব রাখতে পারেন।

• ভারী টব না ঝোলানোই ভালো, পড়ে যেতে পারে। এ ধরনের টব বারান্দার গ্রিলসংলগ্ন মেঝেতে রাখুন।