টাইলস ভেঙে গেলে অনেক সময় একই রকম টাইলস পেতে সমস্যা হয়
টাইলস ভেঙে গেলে অনেক সময় একই রকম টাইলস পেতে সমস্যা হয়

টাইলস ভেঙে বা ফেটে গেলে কী করবেন

কিছুদিন যেতে না যেতেই টাইলস ভেঙে বা ফেটে যাওয়াটা খুব সাধারণ ঘটনা। ঘরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি বাড়ির মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এই ভাঙা টাইলস। টাইলস ভেঙে বা ফেটে গেলে করণীয় কী, তাই জানুন এখানে

টাইলস ভাঙা বা ফাটার কারণ

  • বাড়ি তৈরির সময় টাইলস সঠিকভাবে বসানো না হলে, শুরুতেই সঠিক পরিমাণে ও পদ্ধতিতে আঠা বা গ্রাউট ব্যবহার করা না হলে সামান্য চাপেই ভেঙে যেতে পারে টাইলস, ধরতে পারে ফাটল।

  • ঘরে বড় ও ভারী আসবাব রাখার সময় টাইলস ভেঙে যেতে পারে। আবার টাইলসের নিচে যদি সঠিকভাবে সাপোর্ট না থাকে, তাহলেও টাইলস ভেঙে যেতে পারে।

  • অনেক সময় বাড়ির পিলার দেবে যায়। ফলে মেঝের নিচের স্তরও নড়ে যায়। টাইলসের ওপর চাপ পড়ে এবং ভেঙে যায় বা ফাটল ধরে।

  • কখনো কখনো অতি গরম বা ঠান্ডায় টাইলস সম্প্রসারিত বা সংকুচিত হয়ে যায়। ফলে টাইলস ভেঙে যায় বা ফাটল ধরে। এ ঘটনা বেশি ঘটে রান্নাঘর বা বাথরুমের মতো জায়গায়।

  • আর টাইলস যদি হয় নিম্নমানের, তাহলে যেকোনো ঠুনকো কারণেই সেটা ভেঙে যেতে পারে বা ফাটল ধরতে পারে।

দেশি টাইলস ব্যবহারে না পাওয়ার ঝুঁকি কম থাকে

প্রাথমিকভাবে যে পদক্ষেপ নিতে হবে

  • প্রথমেই বুঝতে হবে, টাইলস কতটা ভেঙেছে বা ফাটল ধরেছে। ফাটল যদি ছোট হয়, তাহলে সাধারণ মেরামতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বড় ফাটল হলে নতুন করে টাইলস বসাতে হবে।

  • ফাটলটা কি শুধু উপরিভাগে, নাকি পুরোটাই ভেঙেছে? যদি ফাটল উপরিভাগে হয়, তাহলে শুধু পলিশ করে মেরামত করা যেতে পারে। কিন্তু ফাটল বড় হলে টাইলস প্রতিস্থাপনই একমাত্র সমাধান।

  • কিছুটা ভাঙা বা ফাটল ধরা টাইলস যদি মেঝেতে থাকে, সেখানে হাঁটার সময় সতর্ক থাকতে হবে। কারণ, অল্প ভাঙা থেকে পুরো টাইলস ভেঙে যেতে পারে।

অস্থায়ী সমাধান

  • টাইলসের ভাঙা অংশ পরিষ্কার করে রাখতে হবে। কারণ, টাইলসের ফাটলের মধ্যে ধুলাময়লা জমলে পরে মেরামত করা কঠিন হয়ে যাবে। এমন জায়গা পরিষ্কার করার জন্য নরম ব্রাশ ব্যবহার করতে পারলে ভালো হয়।

  • পানিরোধক সিলার দিয়ে ভাঙা অংশ ঢেকে রাখতে হবে। সিলার টাইলসের ফাটলের মধ্য দিয়ে পানি ঢুকতে দেবে না। ফলে মেঝের ক্ষতিও হবে না। বাথরুম বা রান্নাঘরের টাইলসের ক্ষেত্রে এটা করাটা বেশি জরুরি।

  • অস্থায়ীভাবে ফাটল ঢাকা দেওয়ার জন্য অস্থায়ী পেস্ট বা ফিলার ব্যবহার করা যেতে পারে। বাজারে বিভিন্ন ধরনের টাইলস রিপেয়ার কিট পাওয়া যায়, যা ফাটল ঢেকে রাখবে। এটি স্থায়ী সমাধান নয়, তবে সাময়িকভাবে কাজ করবে।

ভাঙা বা ফেটে যাওয়া টাইলসের মেরামত

বেশি ভারি কিছুর চাপেও টাইলস ফেঁটে যেতে পারে
  • টাইলস ভেঙে গেলে দ্রুত সরিয়ে ফেলা উচিত। এ কাজে চিজেল বা ছেনি ও হাতুড়ি ব্যবহার করা যেতে পারে। সাবধানে ভাঙা টাইলস সরিয়ে ফেলুন, যাতে আশপাশের টাইলস ক্ষতিগ্রস্ত না হয়।

  • ভাঙা টাইলসের নমুনা দোকানে নিয়ে যেতে হবে। একই রকম টাইলস পাওয়া গেলে ভালো। প্রয়োজনীয় টাইলস কিনে বসিয়ে দিন। তবে যদি অনেক বছর আগের টাইলস হয়, তাহলে পাওয়াটা কঠিন হতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় পুরো ঘরের টাইলস বদলানোর দরকার হয়ে পড়ে।

  •  টাইলস কেনার আগে তাই সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কি না, জেনে নিন। এসব ক্ষেত্রে দেশি ব্র্যান্ডের টাইলসই ভালো। প্রয়োজনে কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা যায়। তবে বিদেশি টাইলস হলে অসুবিধায় পড়তে হবে।

  • নতুন টাইলস বসানোর সময় সঠিক আঠা ব্যবহার করা উচিত। সঠিক পরিমাণে আঠা প্রয়োগ করলে টাইলস স্থায়ীভাবে বসে যাবে।

  • নতুন টাইলস বসানোর পর গ্রাউট দিয়ে ফাঁকা জায়গা পূরণ করে নিতে হবে। গ্রাউট টাইলসের মধ্যে ফাঁকা স্থানগুলো পূর্ণ করে, সেগুলোকে মজবুতভাবে ধরে রাখে। গ্রাউট শুকিয়ে গেলে টাইলস স্থায়ীভাবে বসে যাবে।

কখন বিশেষজ্ঞের সাহায্য লাগবে

টাইলস বেশি ভাঙলে বা ফাটল বেশি হলে টাইলসের নিচের স্তর, অর্থাৎ মেঝেও ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো পুরো মেঝেতে ফাটল দেখা দেয়। এসব ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়া উচিত।

টাইলসের ভাঙন ও ফাটল প্রতিরোধের উপায়

  • নিম্নমানের টাইলস দ্রুত ফেটে যায় এবং সঠিকভাবে মেঝেতে বসে না। তাই টাইলসের ভাঙন বা ফাটল প্রতিরোধের প্রথম ধাপ হচ্ছে ভালো মানের টাইলস ব্যবহার। এ ছাড়া গ্রাউটের মানও ভালো হওয়া উচিত, যাতে টাইলসের ফাঁকা স্থানগুলো সঠিকভাবে পূর্ণ এবং মজবুত থাকে।

  • সঠিক পরিমাণে আঠা ও গ্রাউট ব্যবহার করলে টাইলস মজবুতভাবে বসে। এতে নষ্ট হওয়ার ঝুঁকি কমে।

  • নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। সময়মতো টাইলসের ফাঁকা স্থান পরীক্ষা এবং ছোট ফাটল দেখা দিলে মেরামত করা উচিত। তাহলে বড় ফাটল ধরার আগেই সমস্যার সমাধান করা যায়।

  • টাইলস লাগানো মেঝেতে কোনো ভারী জিনিস নাড়াচাড়া করার ক্ষেত্রে টাইলসের ওপরে কাপড় বা অন্য কোনো সাপোর্ট দিয়ে নিন। এতে নষ্ট হওয়ার ভয় কমে যাবে।

সূত্র: এলি ডেকোর ও হোম অ্যান্ড ডিজাইন

(লেখাটি বর্ণিল বসত নভেম্বর ২০২৪–এ প্রকাশিত)