আলোকসজ্জা শুধু প্রয়োজন মেটানোর জন্য নয়, ঘরের স্টাইলেও এনে দেয় আলাদা মাত্রা। ল্যাম্প এমনই একটি অনুষঙ্গ, যা আলো ও সৌন্দর্য—দুটিরই ভারসাম্য রাখে। তবে শুধু টেবিলের ওপর ল্যাম্প রাখলেই হয় না, কোথায় কীভাবে রাখবেন, সেই বুদ্ধিটাই আসল। দেখে নিন কিছু সহজ টিপস, যেসব মানলে ল্যাম্প বদলে দেবে আপনার ঘরের চেহারা।
