অভিনেত্রী নাবিলার মতোই স্নিগ্ধ সুন্দর তাঁর ঘর

নাবিলা সব সময় চেয়েছেন, তাঁর বাসাটা যেন তাঁর গল্প বলে
ছবি: সাবিনা ইয়াসমিন
নাবিলার বাসার সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দা
খাবার ঘরে নেই বাহুল্য, আছে আন্তরিকতার ছোঁয়া
দেয়াল, কুশন কভার কিংবা আসবাব—ঘরের সবখানেই উজ্জ্বল রঙের উপস্থিতি চোখে পড়বে
নাবিলার বসার ঘর
শুধু নতুন আসবাবই নয়, বাসার কিছু স্থানে পুরোনো আসবাবকে আপসাইকেল করে নতুনভাবে সাজিয়েছেন নাবিলা
স্বামী জোবায়দুল হকের ইচ্ছা অনুযায়ী বসার ঘরে পড়ার আয়োজন রাখা হয়েছে
প্রিয় গৃহকোণে
আরামে অবসরে
বিয়ের পর নাবিলা–জোবায়দুল মিলে একটু একটু করে বাসার সব জিনিস কেনাকাটা করেছেন