Thank you for trying Sticky AMP!!

অন্দরে শীতলতা আনবে বাঁশ ও বেতের পণ্য

বাইরে বের হলে গরমে হাঁসফাঁস অবস্থা। এমনকি ঘরেও ফিরলেও যেন শান্তি নেই। তবে এ সময় প্রাকৃতিক কিছু উপকরণের ব্যবহারে ঘরকে কিছুটা হলেও শীতল করে তুলতে পারেন।

গরমে আরাম পেতে ঘরে বিছিয়ে দিতে পারেন শীতল পাটি
শীতল বা ঠান্ডা ভাব আনার জন্য বারান্দায় পর্দার পাশাপাশি ব্যবহার করতে পারেন বাঁশের চিক
বাঁশের চিকের পর্দা অন্দরে ভিন্ন মাত্রাই আনে না, এর ফাঁক গলে সূর্যের তির্যক আলো মৃদু আলো হয়ে যেমন ঘরে আসে, তেমনি বাতাসও চলাচল করতে পারে
ঘরে হালকা আলোর ব্যবহার গরম কমাতে সাহায্য করে