ছবিতে বিরাট–আনুশকার ২৪ কোটি টাকা দিয়ে কেনা বাড়ির অন্দর
জীবনযাপন ডেস্ক
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড তারকা আনুশকা শর্মার কয়টা বাড়ি? মুম্বাইয়ে, গুরুগাঁওয়ে আর ২০২২ সালের শুরুতে একটা বাড়ি কিনেছেন আলীবাগে। আলীবাগের সেই সম্পদ কিনতে এই দম্পতির পকেট থেকে বেরিয়ে গেছে ১৯.২ কোটি রুপি বা ২৪ কোটি ১৭ লাখ টাকাছয় মাসের বেশি সময় ধরে কাজ করার পর সম্প্রতি আলীবাগের বাড়িটির অন্দরসজ্জার কাজ সম্পন্ন হয়েছেপরিবার নিয়ে না পারলেও বিরাট সবকিছু থেকে বিরতি নিয়ে প্রায়ই আলীগড়ের এই বাংলোতে এসে বই পড়েন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, প্রয়োজনীয় মিটিংও সারেনঅন্দরসজ্জা দলের নেতৃত্ব দিয়েছেন আর কেউ নন, সুজান খান। সুজান আরেক বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রীএই বাড়ির লাক্সারি অন্দরসজ্জায় গুরুত্ব পেয়েছে সাদার শুভ্রতা ও প্রকৃতি, আর হালের মিনিমালিজম তো ছিলইভেতরে যাতে দৃষ্টি কম আটকায়, এ জন্য বড় ফর্নিচার খুবই কম। আর অন্দরসজ্জার উপকরণ কেবল সেগুলোই, যেগুলো একান্তই না হলে নয়বাড়ির সামনে রয়েছে একটি বিরাট পুল আর একটা সবুজ বাগান। এর ভেতর ফুটে রয়েছে রংবেরঙের নানান ফুল
বিজ্ঞাপন
বাড়ির ভেতরে যাতে সরাসরি আলো–বাতাস ঢুকতে পারে, তার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঝুলন্ত শ্যান্ডেলিয়ারগুলোও আধুনিক আর সাদা। ডাইনিং থেকে পর্দা সরিয়ে কাঁচের দেয়াল সরিয়ে দিলেই মনে হবে বাগানে বসে খাওয়াদাওয়া করছেনআর্কিটেকচারাল ডাইজেস্ট এই বাড়ির অন্দরের রিভিউয়ে লিখেছে, ‘বাড়ির অন্দরে যথেষ্ট খোলা জায়গা। অন্দরসজ্জা এমন যা আপনার ক্লান্তি ভুলিয়ে কাজে মনোনিবেশ করতে সাহায্য করে। সাদার ভেতর ফুটে ওঠা সবুজের নানা শেড নিঃসন্দেহে আপনার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। গ্রামীণ মডেলের কাঠ আর পাথরের আসবাবগুলোর ফিনিশিংও চমৎকার। কালার প্যালেটগুলো নিউট্রাল, বাহিরকে অন্দর আমন্ত্রণ জানায়।’