ঈদের আগে কম খরচে অন্দর সাজে বদল আনতে চান? জেনে নিন উপায়

বাড়িতে যা আছে, সেসব জিনিসের স্থানের খানিক অদলবদল আর ছোটখাটো উপকরণের যোগ–বিয়োগ করে অন্দরকে করে তোলা সম্ভব উৎসবমুখর

দেয়ালটাকে দিন নতুন রূপ

ঘরের দেয়ালে নতুন ওয়ালপেপার লাগিয়ে নিলেই ঘর দেখাবে একেবারে অন্য রকম। অ্যাসথেটিকস ইন্টেরিয়রসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিহা কুমু বলেন,‘যোগ করতে পারেন ছবির ফ্রেম কিংবা দেয়ালসজ্জার অন্য কোনো উপকরণ (যেমন ঝুলন্ত শো-পিস)। সম্ভব হলে দেয়ালে নতুন করে রংও করাতে পারেন। একটা দেয়ালে আঁকতে পারেন স্বপ্নিল চিত্র’।

ঘরের এক পাশে লাগাতে পারেন ওয়ালপেপার

পুরোনোতে নতুনত্ব

কাঁসা বা পিতলের পুরোনো কোনো জিনিস হয়তো ঢুকিয়ে রেখেছেন কোথাও। সেটিকে এনে রাখুন বসার ঘরের মূল টেবিলের ওপর। পুরোনো ট্রাংক কিংবা পানের বাটার মতো ঐতিহ্যবাহী সামগ্রীও ঘর সাজানোর কাজে লাগাতে পারেন। পুরোনো কাতান বা জামদানি দিয়ে পর্দা, কুশনকাভার বানানো যায়। পুরোনো দিনের খাটের ওপরে চারটি খুঁটি লাগানো থাকত। সে রকম খাট বাড়িতে থাকলে সেটার খুঁটি খুলে নিয়ে দেয়ালে লাগাতে পারেন। খুঁটির আশপাশে আটকে দিলেন নানা ধরনের ছবি বা অনুষঙ্গ।

দেয়ালে লাগাতে পারেন পুরোনো দিনের খাটের খুঁটি

প্রকৃতির পরশে

অন্দরের একটা কোনায় সবুজ ‘অরণ্য’ গড়ে তুলতে পারেন। মাটির উপকরণ, টেরাকোটার উপকরণ রাখলে অন্দরে পাবেন প্রকৃতির পরশ। চাইলে ‘অরণ্য’ করে তোলা জায়গাটাতে ছোটখাটো ঝরনার ব্যবস্থাও করতে পারেন। কুলকুল পানির ধারা আনতে অবশ্য একটু বেশি খরচ করতে হবে। বাড়ির প্রবেশপথে কিংবা ব্যালকনিতেও থাকতে পারে এমন সবুজ আর ঝরনার আয়োজন।

আলোকবিন্যাস

অন্দরের আলোকবিন্যাসে খানিক পরিবর্তন আনতে পারেন। ব্যবহার করতে পারেন মরিচবাতি। কেন্দ্রীভূত আলো (ফোকাস লাইট) ব্যবহার করেও অন্দরের চেহারা পাল্টে দেওয়া যায়। ভিন্ন ধাঁচের ল্যাম্পশেড কিনতে পারেন। ঝুলন্ত আলোর উৎসেও বাড়ে অন্দরের সৌন্দর্য।

বাচ্চাদের ঘরে পড়ার টেবিল

শিশুর ঘরে

শিশুর ঘরের জন্য বেছে নিতে পারেন কার্টুন বা ফুলের মোটিফ। বিছানার চাদর বা বালিশের ওয়াড়ে থাকতে পারে এসব মোটিফ। একটা দেয়াল নিজেরাই রং করতে পারেন। অ্যাসথেটিকস ইন্টেরিয়রসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিহা কুমু জানান, দেয়ালে আকাশের ‘নকশা’ দিয়ে কাগজের ঘুড়ি, মেঘ, বৃষ্টি, রোদ জুড়ে দিতে পারেন। নানা রঙের কাগজ দিয়ে অরিগামি করা যায়। ফুলদানিতে কাগজের ফুল-পাতা বা চরকি সাজিয়ে দিতে পারেন। শক্ত কাগজ দিয়ে ওর পছন্দের জিনিস বা খেলনা বানিয়ে রং করে ঘরের দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। পমপমও বানিয়ে নিতে পারেন। পড়ার টেবিলের ওপর আলাদা তাক বসাতে পারেন। সেখানে রাখতে পারেন সাজানোর জিনিস। ঘরের ওপরের দিকে কোনো তাক থাকলে সেটায় আলাদা রং করে খেলনা সাজিয়ে রাখতে পারেন। ঈদের আগে অন্দরে ছোটখাটো এমন পরিবর্তনে সহজেই চলে আসবে উৎসবের আমেজ।