
ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ১৩ ফেব্রুয়ারি আয়োজিত হয়েছে বসন্ত উৎসব। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের দলীয় নাচের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। দিনব্যাপী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠাপুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি-ফুচকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর ছিল ক্যাম্পাস।
শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজনে যুক্ত হন উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবির, কোষাধ্যক্ষ এ এইচ এম ফারুক, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষানিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।