
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘এডুকেশন পলিসি ক্যাম্প ২০২৫’। শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ২২৬ নম্বর কক্ষে এই ক্যাম্পের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব। আলোচনা, পলিসি হ্যাকাথনসহ নানা আয়োজন ছিল ক্যাম্পে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় গড়ে কীভাবে কাজ করা যায়, সে সম্পর্কে জানতে পেরেছেন অংশগ্রহণকারীরা।
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রুবাইয়াত জাহান, সহকারী অধ্যাপক নাসরিন আহমেদ, তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বাবুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী। একাডেমিক পাঠ্যক্রম ও চাকরির বাজারের চাহিদার মধ্যে কীভাবে সামঞ্জস্য গড়ে তোলা যায় এবং এই সামঞ্জস্য শিক্ষার্থীদের জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেসব বিষয়েই কথা বলেছেন আলোচকেরা।
দিনব্যাপী এই ক্যাম্পে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীরা বিভিন্ন নীতি প্রণয়নের প্রস্তাবনা তৈরি করেন পলিসি হ্যাকাথনের মাধ্যমে।
ক্যাম্পে অংশ নিয়েছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শিখা রাণী। তিনি বলেন, ‘এডুকেশন পলিসি ক্যাম্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সত্যি কথা বলতে অর্থনীতি বিভাগে পড়ে কোথায় চাকরি করব, চাকরির সঙ্গে আমাদের বইয়ের পড়ালেখার কতখানি দূরত্ব বা কতটা মিল, এসব সম্পর্কে পরিষ্কারভাবে জানতাম না। এই ক্যাম্পে বিভিন্ন কাজে অংশ নিয়ে অনেক কিছু জানলাম।’
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পাঠক্রম উন্নত হওয়ার পাশাপাশি শিল্প খাতের চাহিদা পূরণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজকের এই ক্যাম্পে যেসব প্রস্তাব দিয়েছেন, এগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়তে পারে।’