
হলিউড তারকা স্কারলেট জোহানসন প্রেম নিয়ে উপদেশ দিয়েছেন তাঁর ১০ বছর বয়সী কন্যা রোজমেরিকে। সম্প্রতি নিজেই টেলিভিশন টক শো ‘টুডে উইথ জেনা অ্যান্ড ফ্রেন্ডস’–এ এ কথা জানান স্কারলেট।
৪০ বছর বয়সী ‘অ্যাভেঞ্জার্স’–তারকা স্কারলেট জানান, স্কুলে তাঁর মেয়ের একটা ‘ছেলেবন্ধু’ জুটেছে। আসলে বিষয়টি অনেকটা একপাক্ষিক। ছেলেটা রোজকে পছন্দ করে। ১০ বছর বয়সী রোজ শুরুতে বিষয়টি উপভোগ করলেও এখন আর বিশেষ পাত্তা দিচ্ছে না। ছেলেটার সঙ্গে এখন আর কথাই বলছে না। তাতে কিঞ্চিৎ মনঃক্ষুণ্ন হয়েছেন স্কারলেট।
স্কারলেট বলেন, ‘হুট করে কথা বলা বন্ধ করে দেওয়া এক কথায় গোস্টিং। আর আমি জীবনে নিশ্চিতভাবেই গোস্টিংয়ের শিকার হয়েছি। এর অনুভূতি এক কথায় জঘন্য। নিজের সম্পর্কে হীনম্মন্যতা তৈরি হয়। আত্মবিশ্বাসই ধসে যায়। আর বছরের পর বছর ধরে এই অনুভূতি তাড়া করে ফেরে। আমি মেয়েকে গোস্টিং বিষয়টি বুঝিয়েছি। আর বলেছি, ছেলেটাকে বুঝিয়ে বলতে যে সে (রোজ) তার ব্যাপারে একই রকম অনুভব করছে না।’
এই ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছে, ‘কার এত সাহস যে স্কারলেটকে গোস্ট করে!’
স্কারলেট আরও জানান, তিনি নিজেও ‘গোস্টিং’ করেছেন। কেননা, তিনি মুখোমুখি বা সামনাসামনি পরিস্থিতি মোকাবিলা করতে ‘অভ্যস্ত নন’। ঠিক সাহসে কুলায় না স্কারলেটের। আর তিনি চান না মেয়েও তাঁর মতো ‘ভীতু’ হোক।
গোস্টিং করা কেন উচিত নয়? এর জবাবে স্টারলেট মনে করেন, ‘যে ব্যক্তির সঙ্গে গোস্টিং করা হয়, সে বহুদিন অন্ধকারে হাতড়াতে থাকে, “আমি আসলে কী ভুল করেছি। আমি কি উদ্ভট আচরণ করেছি?”’
স্কারলেট ৩ বার বিয়ে করেছেন। হলিউড তারকা রায়ান রেনল্ডসকে বিয়ে করেন ২০০৮ সালে। ২০১০ সালে এই জুটি আলাদা হয়ে যান। ২০১১ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়। এরপর ফরাসি ব্যবসায়ী রোমেইন ডোরিয়াককে বিয়ে করেন ২০১৪ সালে। সে বছরই তিনি রোজমেরির মা হন। ২০১৭ সালে বিচ্ছেদ হয় স্কারলেট ও রোমেইনের। ৩ বছর প্রেমের পর স্কারলেট মার্কিন লেখক ও কমেডিয়ান কলিন জোস্টকে বিয়ে করেন ২০২০ সালে। ২০২১ সালে স্কারলেট এক পুত্রসন্তানের জন্ম দেন, নাম রাখেন কসমো। দুই সন্তানের এই মা হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন।
সূত্র: ওলা