উপকরণ
আপেল ১টি, মধু ১ টেবিল চামচ, চা-পাতা ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, পানি ২ কাপ।
প্রণালি
আপেল ছোট ছোট টুকরা করে নেবেন। পানি ভালোভাবে ফুটিয়ে চা-পাতা ও আপেলের টুকরা, দারুচিনি দিন। কয়েক মিনিট ফোটান। চা ছেঁকে কাপে নিন। এবার এতে লেবুর রস ও মধু মিশিয়ে চা তৈরি করুন।